TRENDING:

Seema Haider: প্রেমের টানে এসেছিলেন পাকিস্তান থেকে, মা হতে চলেছেন সীমা! কবে আসবে সচিন-সীমার সন্তান

Last Updated:

ফের একবার খবরের শিরোনামে সীমা৷ তবে, এবার সুখবর দিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরপ্রদেশ: প্রেমের টানে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আসেন সীমা হায়দার৷ চার সন্তানের মা সীমা বিয়ে করেন উত্তরপ্রদেশের সচিনকে৷ শুরু থেকেই বিভিন্ন কারণে শিরোনামে থেকেছে সীমা-সচিন৷ ফের একবার খবরের শিরোনামে সীমা৷ তবে, এবার সুখবর দিলেন তিনি৷

প্রেমের টানে এসেছিলেন পাকিস্তান থেকে, মা হতে চলেছেন সীমা! কবে আসবে সচিন-সীমার সন্তান
প্রেমের টানে এসেছিলেন পাকিস্তান থেকে, মা হতে চলেছেন সীমা! কবে আসবে সচিন-সীমার সন্তান
advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা জানালেন, তিনি সচিন মিনার সন্তানের মা হতে চলেছেন৷ সূত্রের খবর অনুযায়ী, সীমা জানিয়েছেন তিনি খুব শীঘ্রই সন্তানের মা হতে চলেছেন৷ খুব তাড়াতাড়ি পাওয়া যাবে খুশির খবর৷

আরও পড়ুন: বিছানায় ৩ টি লাশ, ফ্যান থেকে ঝুলছে ২টি দেহ! গোটা পরিবারের মৃত্যু, কারণ জানলে চমকে যাবেন

advertisement

জানা গিয়েছে, ২০২৪ সালেই সন্তানের জন্ম দেবেন সীমা৷ সন্তান আসার খবর জানিয়েছেন সীমার স্বামী সচিন এবং তাঁর বাবাও৷

সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন ২০২৪ তাঁর জীবনে নতুন নিয়ে আসবে৷ তাঁর কথায়, ‘‘২০২৩ সাল আমার জীবনে অনেক খুশি বয়ে নিয়ে এসেছে৷ স্বীকার করছি যে আমি কিছুটা দুঃখও পেয়েছি। সচিনের জন্মদিনও ঘনিয়ে আসছে। নতুন এক সদস্য এলেও ভালই হবে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গেছে, সীমা যখন পাকিস্তান থেকে ভারতে আসেন, তখন তিনি তার সন্তানদেরও সঙ্গে নিয়ে আসেন। সীমার চারটি সন্তান রয়েছে৷ তাঁর ছেলের নাম ফারহান আলী, এখন তার নাম পরিবর্তন করা হয়েছে রাজ। তার বয়স ৮ বছর। এ ছাড়া সীমার তিন মেয়ে ফারওয়া (নাম পরিবর্তন করে প্রিয়াঙ্কা, বয়স ৬ বছর), ফারিহা বাটুল (নাম পরিবর্তন করে মুন্নি, ৪ বছর) এবং ফারহা বাটুলের নাম পরিবর্তন করে পরী রাখা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Seema Haider: প্রেমের টানে এসেছিলেন পাকিস্তান থেকে, মা হতে চলেছেন সীমা! কবে আসবে সচিন-সীমার সন্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল