সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা জানালেন, তিনি সচিন মিনার সন্তানের মা হতে চলেছেন৷ সূত্রের খবর অনুযায়ী, সীমা জানিয়েছেন তিনি খুব শীঘ্রই সন্তানের মা হতে চলেছেন৷ খুব তাড়াতাড়ি পাওয়া যাবে খুশির খবর৷
আরও পড়ুন: বিছানায় ৩ টি লাশ, ফ্যান থেকে ঝুলছে ২টি দেহ! গোটা পরিবারের মৃত্যু, কারণ জানলে চমকে যাবেন
advertisement
জানা গিয়েছে, ২০২৪ সালেই সন্তানের জন্ম দেবেন সীমা৷ সন্তান আসার খবর জানিয়েছেন সীমার স্বামী সচিন এবং তাঁর বাবাও৷
সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন ২০২৪ তাঁর জীবনে নতুন নিয়ে আসবে৷ তাঁর কথায়, ‘‘২০২৩ সাল আমার জীবনে অনেক খুশি বয়ে নিয়ে এসেছে৷ স্বীকার করছি যে আমি কিছুটা দুঃখও পেয়েছি। সচিনের জন্মদিনও ঘনিয়ে আসছে। নতুন এক সদস্য এলেও ভালই হবে৷’’
জানা গেছে, সীমা যখন পাকিস্তান থেকে ভারতে আসেন, তখন তিনি তার সন্তানদেরও সঙ্গে নিয়ে আসেন। সীমার চারটি সন্তান রয়েছে৷ তাঁর ছেলের নাম ফারহান আলী, এখন তার নাম পরিবর্তন করা হয়েছে রাজ। তার বয়স ৮ বছর। এ ছাড়া সীমার তিন মেয়ে ফারওয়া (নাম পরিবর্তন করে প্রিয়াঙ্কা, বয়স ৬ বছর), ফারিহা বাটুল (নাম পরিবর্তন করে মুন্নি, ৪ বছর) এবং ফারহা বাটুলের নাম পরিবর্তন করে পরী রাখা হয়েছে।