সাধারণ নাগরিকদের হত্যা করার ঘটনায় যুক্ত থাকার জন্য ৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে৷ দক্ষিণ কাশ্মীরের বাতপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে৷ এদিকে উত্তর কাশ্মীরের কেরান এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটাচ্ছিল জঙ্গিদের একটি দল ৷ খারাপ আবহাওয়া ও প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও মিলিটারিরা লড়াই চালায় ৷ জঙ্গিরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে এলওসি বরাবর ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ৷ আর তৎপর ভারতীয় সামরিক বাহিনী সেটা রোধ করে ৷ এখনও অবধি পাঁচ জনের গুলির লড়াইতে মৃত্যু হয়েছে ৷
advertisement
এদিকে লড়াইতে ভারতের এক জওয়ানের মৃত্যু হয়েছে অন্যদিকে দুজন খুব খারাপভাবে আহত ৷ যারা আহত তাদের উদ্ধার করা যাচ্ছে না কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ রয়েছে ৷ তবে কী করে তাদের অবধি পৌঁছনো যায় তা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে সামরিক বাহিনীর আধিকারিকরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2020 12:21 PM IST