মধ্যপ্রদেশের পুলিশ প্রধান বীরেন্দ্র কুমার সিং তড়িঘড়ি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশ বিভাগের পক্ষ থেকে কোথাও ওই চাকরি প্রার্থীদের বুকে তাদের জাত উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়নি । তিনি আরও বলেন, 'ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবেন।'
পুলিশে নিয়োগের আগে ডাক্তারি পরীক্ষায় পাস করার জন্য প্রার্থীদের বিভিন্ন শারীরিক মাপ নির্দিষ্ট করা থাকে। শারীরিক গঠনের তারতম্যের কথা মাথায় রেখে এসসি-এসটি, ওবিসি, জেনারেল প্রতিটি পৃথক ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে পৃথক মান নির্দিষ্ট থাকে । যেমন এসটি বাদে বাকি সব ক্যাটেগরির প্রার্থীদের উচ্চতা হতে হয় কমপক্ষে ১৬৮ সেন্টিমিটার। এসটি ক্যাটেগরির ক্ষেত্রে যা ১৬০ সেন্টিমিটার। ছাতি, ও প্রসারিত ছাতির মাপের ক্ষেত্রেও এসটি ক্যাটেগরির প্রার্থীরা একটি সুবিধা পেয়ে থাকেন।
advertisement
তার স্বচ্ছতা রাখার জন্য প্রার্থীদের শরীরে তাঁদের জাত লিখে দেওয়াটার যুক্তিটা ধোপে টিকছে না । তবে ওই প্রার্থীদের কেউই কোথাও কোনও অভিযোগ জানাননি । এক স্থানীয় সংবাদমাধ্য়মে ঘটনার ছবি প্রকাশ পায় । এরপর জানাজানি হতে বেশি সময় লাগেনি । ড্য়ামেজ কন্ট্রোল করতে ডিজি শুক্লা জেলা পুলিশকে বিষয়টি শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছেন । তিনি জানান, 'জেলা পুলিশকে বলেছি, আর কারোর গায়ে ওরকম চিহ্ন থাকলে সঙ্গে সঙ্গে তা মুছে দিতে হবে। দেখতে হবে এরকমটা যেন আর না ঘটে।'