TRENDING:

Delhi Covid 19 Guidelines: বন্ধ স্কুল, কলেজ, সিনেমা হল! ওমিক্রন আতঙ্কে কড়া বিধিনিষেধ ফিরল দিল্লিতে

Last Updated:

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকেই স্কুল,কলেজ, কোচিং সেন্টার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স ছাড়াও জিম, স্পা বন্ধ করে দেওয়া হচ্ছে (Delhi Covid 19 Guidelines)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ওমিক্রন (Omicron) নিয়ে আশঙ্কার জেরে ফের দিল্লিতে (Delhi) বন্ধ করা হল স্কুল, কলেজ৷ বন্ধ করে দেওয়া হল সিনেমা হল, মাল্টিপ্লেক্সও৷ পাশাপাশি, জারি হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা৷ জনসমাগম আটকাতে বন্ধ করা হচ্ছে ম্যারেজ হল, ব্যাঙ্কোয়েটও৷
নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ চলছে৷  Photo-PTI/Shahbaz Khan
নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ চলছে৷ Photo-PTI/Shahbaz Khan
advertisement

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং ওমিক্রন নিয়ে আতঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গেই দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়৷ বুধবার থেকেই নতুন এই নির্দেশিকা কার্যকর হবে৷

আরও পড়ুন: কী ভাবে ষাটোর্ধ্বরা পাবেন তৃতীয় টিকা, ১৫-১৮ বছর বয়সিদের টিকার নিয়ম কী, জানাল কেন্দ্র

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকেই স্কুল,কলেজ, কোচিং সেন্টার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স ছাড়াও জিম, স্পা বন্ধ করে দেওয়া হচ্ছে৷ পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস এবং মেট্রো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে৷ অটো, ই রিক্সা তে দু' জন যাত্রী উঠতে পারবেন৷ হোটেল রেস্তোরাঁগুলিকেও পঞ্চাশ শতাংশ আসন নিয়ে খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে৷ পানশালার ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে৷ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত হোটেল, রেস্তোরাঁ খুলে রাখা যাবে৷ পানশালা খুলবে বেলা বারোটা থেকে৷ শপিং মলগুলি এক দিন অন্তর খোলা যাবে৷ জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য দোকানগুলিকেও একই নিয়ম মানতে হবে৷

advertisement

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে নাবালকদের টিকাকরণের রেজিস্ট্রেশন

সব ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা বিনোদনমূলক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম বন্ধ থাকছে রাজধানীতে৷ বিয়ের অনুষ্ঠানের ভিড় এড়াতে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য ম্যারেজ হলগুলি বন্ধ রাখা হচ্ছে৷ একই কারণে হোটেল খোলা থাকলেও বন্ধ রাখতে হবে ব্যাঙ্কোয়েট হল৷ বেসরকারি অফিসগুলিকেও পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে বিউটি পার্লার এবং সেলুন খোলা থাকবে৷ খোলা থাকছে পার্কও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

দিল্লি সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল অবশ্য দাবি করেছেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও অক্সিজেন বা ভেন্টিলেটরের চাহিদা বাড়েনি দিল্লিতে৷ দিল্লির মুখ্যমন্ত্রীর আশ্বাস, 'পরিস্থিতি মোকাবিলায় আমরা আগের তুলনায় দশগুন প্রস্তুত৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Covid 19 Guidelines: বন্ধ স্কুল, কলেজ, সিনেমা হল! ওমিক্রন আতঙ্কে কড়া বিধিনিষেধ ফিরল দিল্লিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল