জানা গিয়েছে, ২৫ বছর বয়সি ওই স্কুল শিক্ষিকার নাম় শ্রীদেবী রুদাগি৷ অভিযোগ, যে ছাত্রের বাবার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন, তাঁকে ব্ল্যাকমেল করেই চার লক্ষ টাকা আদায় করেন তিনি৷ তাঁর সঙ্গে গণেশ কালে এবং সাগর নামেও দু জনকে গ্রেফতার করা হয়েছে৷
আরও পড়ুন: এসি চালাতেই বিকট শব্দ, নড়াচড়া করছে লেজ! এসি-র ভিতরে ওগুলো কী, আঁতকে উঠল গাইঘাটার পরিবার
advertisement
জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে চার লাখ টাকা আদায় করেন ওই শিক্ষিকা৷ আরও ২০ লক্ষ টাকা চেয়ে ওই ছাত্রের বাবাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন তিনি৷
ওই শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়ানো ব্যক্তি পেশায় ব্যবসায়ী৷ স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে বেঙ্গালুরু শহরেই থাকেন তিনি৷ ২০২৩ সালে পাঁচ বছর বয়সি মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে ওই শিক্ষিকার সঙ্গে আলাপ হয় তাঁর৷
ওই ব্যক্তির অভিযোগ, পরিচয়ের পর থেকেই তাঁকে মেসেজ করতে শুরু করেন ওই শিক্ষিকা৷ ভিডিও কলও করতেন তিনি৷ ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে পড়েন তাঁরা৷ শারীরিক সম্পর্কও তৈরি হয় দু জনের মধ্যে৷ সেই সমস্ত অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে প্রথমে একবার ওই ব্যক্তির থেকে চার লাখ আদায় করেন ওই শিক্ষিকা৷ এর পর গত জানুয়ারি মাসে আরও ১৫ লাখ টাকা দাবি করেন তিনি৷
চাপে পড়ে ওই ব্যবসায়ী পরিবারকে নিয়ে গুজরাতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ কিন্তু তার জন্য মেয়ের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন ছিল তাঁর৷ অভিযোগ সেই সার্টিফিকেট নিতে গেলে ওই শিক্ষিকা এবং তাঁর দুই পুরুষ সঙ্গী মিলে ওই ব্যবসায়ীকে শিক্ষিকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও দেখে ফের ব্ল্যাকমেল করতে শুরু করে৷ এর পর ওই ব্যবসায়ী আরও ১ লক্ষ ৯০ হাজার টাকা অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন৷ তার পরেও ওই শিক্ষিকা টাকা চেয়ে তাঁকে চাপ দিতে থাকেন৷ শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ জানান ওই ব্যক্তি৷ ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷