TRENDING:

Ahamedabad School Student: ক্লাস ৯-র পড়ুয়া বাঁচতে দিল না ক্লাস টেনের ছাত্রকে, ছুরি মেরে কুপিয়ে খুন, স্কুলে এও হচ্ছে, চরম আতঙ্কিত মা-বাবারা স্কুলে ঢুকে করলেন ধুন্ধুমার

Last Updated:

School Student No More: আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায়  স্কুলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে৷s

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: গুজরাতের আহমেদাবাদে একটি বেসরকারি স্কুলে তুমুল ঝামেলা৷ অভিযোগ দশম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রকে নবম শ্রেণির এক ছেলে ছুরিকাঘাতে হত্যা করেছে৷ আহতকে  দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মঙ্গলবার রাতে গুরুতর আহত সেই পড়ুয়াকে আর বাঁচানো যায়নি৷
আহমেদাবাদে স্কুলে তুলকালাম
আহমেদাবাদে স্কুলে তুলকালাম
advertisement

ছুরিকাঘাতে আহত ছাত্রটি সিন্ধি সম্প্রদায়ের ছিল। তার মৃত্যুর খবর পেয়ে ভোরে স্কুলে বিপুল সংখ্যক সেই সম্প্রদায়ের মানুষ স্কুলের সামনে জড়ো হন। অভিযুক্ত ছেলেটি মুসলিম সম্প্রদায়ের ছিল। এই ঘটনায় পড়ুয়ার বাবা-মা, হিন্দু সংগঠন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) -র কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা স্কুল প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং এমনকি স্কুল কর্মীদের উপরও হামলা চালায় বলে জানা গেছে।

advertisement

আরও পড়ুন – Who Is Rajesh Bhai Sakariya? দিল্লির মুখ্যমন্ত্রীকে ঠাটিয়ে চড়, ধরলেন চুলের মুঠি, গুজরাতি রাজেশ ভাই সাকারিয়া আসলে কে সামনে এল সত্যি!

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায়  স্কুলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে৷  বিক্ষোভকারীদের সঙ্গেও পুলিশের সংঘর্ষ হয়৷  যে ছুরি মেরেছে সেই নবম শ্রেণির ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জুভেনাইল আইনের অধীনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷

advertisement

ঘটনার জন্য জবাবদিহির দাবিতে অভিভাবক এবং হিন্দু গোষ্ঠীগুলি স্কুলের অধ্যক্ষ এবং পরিচালন কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Ahamedabad School Student: ক্লাস ৯-র পড়ুয়া বাঁচতে দিল না ক্লাস টেনের ছাত্রকে, ছুরি মেরে কুপিয়ে খুন, স্কুলে এও হচ্ছে, চরম আতঙ্কিত মা-বাবারা স্কুলে ঢুকে করলেন ধুন্ধুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল