আবেদনকারীদের বক্তব্য শীর্ষ আদালত গণপিটুনি বিষয়ক কঠোর নির্দেশিকা জারি করা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে । হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সুপ্রিম কোর্টে । আলওয়ারের মামলাটির শুনানিও এই মামলাগুলির সঙ্গে হবে ।
২১ জুলাই আলওয়ারের রামগড়ে গরু পাচারকারী সন্দেহে আকবরকে নির্মমভাবে প্রহার করে গোরক্ষা বাহিনী । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । এই ঘটনায় এখনো পর্যন্ত ৩জনকে আটক করেছে রামগড় পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট অনু্যায়ী অত্যাচার এতটাই নির্মম ছিল যে আকবরের পাঁজরের হাড় ভেঙে, ফুসফুসে জল ঢুকে মারা গিয়েছেন তিনি । ভেঙে গিয়েছিল হাতের কব্জিও । আকবরকে হাসপাতালে নিয়ে যেতেও প্রায় ৪ ঘন্টা দেরি করে পুলিশ ।
advertisement
গত বছরেও এই আলওয়ারেই গোরক্ষা বাহিনীর হাতে মৃত্যু হয়েছিল পেহলু খান নামক এক ব্যক্তির । নভেম্বর মাসেও আলওয়ারেই পিটিয়ে হত্যা করা হয়েছিল উমর খান নামক এক ব্যক্তিকে ।