TRENDING:

বাজি Banned নয়, সুপ্রিম কোর্ট বেঁধে দিল সময়

Last Updated:

সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিরাপদ বাজি বিক্রি করা যাবে৷ তবে তা বিক্রি করতে পারবেন লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরাই৷ একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্দেশিকা শুধুমাত্র দীপাবলির জন্য নয়৷ অন্যান্য উত্‍‌সবের জন্যও প্রযোজ্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আতসবাজি সম্পূর্ণ নিষিদ্ধ নয় ভারতে৷ দীপাবলিতে নিরাপদ বাজি বিক্রিতে সায় দিল দেশের সর্বোচ্চ আদালত৷ সুপ্রিম কোর্টের নির্দেশ, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে৷ তবে অনলাইনে বাজি বিক্রি করা যাবে না৷
advertisement

সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিরাপদ বাজি বিক্রি করা যাবে৷ তবে তা বিক্রি করতে পারবেন লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরাই৷ একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্দেশিকা শুধুমাত্র দীপাবলির জন্য নয়৷ অন্যান্য উত্‍‌সবের জন্যও প্রযোজ্য৷

শীর্ষ আদালতের নির্দেশ, দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত আতসবাজি পোড়ানো যাবে৷ বড়দিন ও নিউ ইয়ারে রাত পৌনে ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে৷ আতসবাজির জেরে দিল্লিতে দূষণ অভিযোগ তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গত ২৮ অগাস্ট এই মামলার রায়দান স্থগিত করে দেয় বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ৷ আজ সেই রায় শোনাবে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট এর আগে জানায়, এই মামলায় বাজি প্রস্তুতকারক ও দেশের ১৩০ কোটি জনতার স্বাস্থ্য, দুই পক্ষেরই স্বার্থ মাথায় রাখা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
বাজি Banned নয়, সুপ্রিম কোর্ট বেঁধে দিল সময়