সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিরাপদ বাজি বিক্রি করা যাবে৷ তবে তা বিক্রি করতে পারবেন লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরাই৷ একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্দেশিকা শুধুমাত্র দীপাবলির জন্য নয়৷ অন্যান্য উত্সবের জন্যও প্রযোজ্য৷
শীর্ষ আদালতের নির্দেশ, দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত আতসবাজি পোড়ানো যাবে৷ বড়দিন ও নিউ ইয়ারে রাত পৌনে ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে৷ আতসবাজির জেরে দিল্লিতে দূষণ অভিযোগ তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে৷
advertisement
গত ২৮ অগাস্ট এই মামলার রায়দান স্থগিত করে দেয় বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ৷ আজ সেই রায় শোনাবে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট এর আগে জানায়, এই মামলায় বাজি প্রস্তুতকারক ও দেশের ১৩০ কোটি জনতার স্বাস্থ্য, দুই পক্ষেরই স্বার্থ মাথায় রাখা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2018 11:10 AM IST