২৪ সপ্তাহ কেটে গিয়েছে,এখনও তৈরি হয়নি ভ্রুণের মাথার খুলি ৷ জটিল এই ক্রুটির কারণেই বিচারক এস এ বোবদে এবং এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ ২২ বছরের অন্তঃসত্ত্বার গর্ভপাতের আবেদন মঞ্জুর করে ৷ ২০ সপ্তাহের বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা কোনও মহিলাকে মেডিক্যাল গ্রাউন্ডে ব্যতিক্রমীভাবে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷
দেশের বর্তমান আইন অনুযায়ী, ভ্রুণের বয়স ২০ সপ্তাহ পেরোলে গর্ভপাত করানো যায় না। কিন্তু বছর বাইশের ওই মহিলার গর্ভে থাকা ভ্রুণটি অপরিণত। চিকিৎসকরা জানিয়েছেন, এই সন্তান ভূমিষ্ঠ হলেও মাথার খুলি ছাড়া বেঁচে থাকা অসম্ভব ৷ তাই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রূণের মৃত্যু অবশ্যম্ভাবী ৷ এই মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই ২৪ তম সপ্তাহেও গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
advertisement
প্রসূতির শারীরিক পরীক্ষা করে সাত চিকিৎসকের মেডিক্যাল টিমের দেওয়া রিপোর্টটি পড়ে বিচারক এস এ বোবদে এবং এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ বলেন, মেডিক্যাল রিপোর্টেই স্পষ্ট যে এই জটিল শারীরিক ক্রুটির কারণে ভ্রূণের বেঁচে থাকার কোনও আশা নেই ৷ তাই প্রসূতিকে এই গর্ভাবস্থা অব্যাহত রাখতে বাধ্য করার কোনও কারণ নেই ৷