বিজেপি নেত্রী মীনাক্ষি লেখির অভিযোগ, রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের অপব্যাখ্যা করছেন রাহুল। তাঁর অভিযোগ, জনসভায় রাহুল বলছেন, শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, চৌকিদারই চোর। আর এই মন্তব্যের বিরুদ্ধেই আদালতে মামলা করেছেন মীনাক্ষি। তাঁর বক্তব্য আদালত এই কথা কখনই বলেনি ৷ কোর্টের রায়ের ভুল ব্যাখা করে প্রচার চালাচ্ছেন কংগ্রেস সভাপতি ৷ রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন তিনি। রাহুলের সেই মন্তব্যেরই জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত।
advertisement
উল্লেখ্য, গত সপ্তাহে শীর্ষ আদালত জানায় সংবাদ মাধ্যমের হাতে থাকা রাফাল তথ্য এই মামলায় প্রমাণ্য নথি হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ এর ভিত্তিতেই রাহুল মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশই প্রমাণ করে দিল যে ‘চৌকিদারই চোর’ ৷
Location :
First Published :
April 15, 2019 12:58 PM IST