TRENDING:

SC Allows Firecrackers in Delhi-NCR: দিওয়ালিতে সবুজ বাজির ব‍্যবহারে সায় সুপ্রিম কোর্টের! তবে, জরুরি শর্তও দিল শীর্ষ আদালত

Last Updated:

SC Allows Firecrackers in Delhi-NCR: দিল্লিতে গ্রিন ক্র্যাকার বা সুবজ বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। দীপাবলিতে দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা NCR এলাকায় পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ দিল্লিতে গ্রিন ক্র্যাকার বা সুবজ বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। দীপাবলিতে দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা NCR এলাকায় পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছিল। বুধবার সেই আবেদনে সাড়া দিল কোর্ট।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ ‘হতাশা না ছড়িয়ে দুর্গতদের পাশে দাঁড়ান’, পাহাড়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বুধবার সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর অঞ্চলে ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে আতশবাজি বিক্রি ও ফাটানোর অনুমতি দিয়েছে। আদালত নির্ধারণ করেছে, সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে আতশবাজি ফোটানো যাবে। শীর্ষ আদালত একে উৎসব উদ্‌যাপন ও পরিবেশ রক্ষার মধ্যে একটি “সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ” বলে বর্ণনা করেছে।

advertisement

আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, দীপাবলির সময় দিল্লি-এনসিআর অঞ্চলের বাইরে থেকে পাচার হয়ে আসা আতশবাজিগুলো সবুজ আতশবাজির তুলনায় বেশি ক্ষতি করে। যে আতশবাজি কাঁচামাল ও ধুলো দমনের উপাদান কম ব্যবহার করে এবং ফলস্বরূপ তুলনামূলকভাবে কম দূষণ ঘটায়, সেগুলোকেই ‘সবুজ আতশবাজি’ বলা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির বাজারে দারুণ ডিম্যান্ড! ঘরে বসে 'এই' জিনিস বানিয়েই আয় করছেন দৃষ্টিহীনরা
আরও দেখুন

আদালত এটিকে একটি “অস্থায়ী ব্যবস্থা” বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে এনসিআর অঞ্চলের বাইরে থেকে কোনো আতশবাজি আনা যাবে না। এই সময়ে দূষণ নিয়ন্ত্রণ সংস্থাগুলো অঞ্চলের বায়ুমান সূচক (Air Quality Index) পর্যবেক্ষণ করবে ।

বাংলা খবর/ খবর/দেশ/
SC Allows Firecrackers in Delhi-NCR: দিওয়ালিতে সবুজ বাজির ব‍্যবহারে সায় সুপ্রিম কোর্টের! তবে, জরুরি শর্তও দিল শীর্ষ আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল