আরও পড়ুনঃ ‘হতাশা না ছড়িয়ে দুর্গতদের পাশে দাঁড়ান’, পাহাড়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বুধবার সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর অঞ্চলে ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে আতশবাজি বিক্রি ও ফাটানোর অনুমতি দিয়েছে। আদালত নির্ধারণ করেছে, সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে আতশবাজি ফোটানো যাবে। শীর্ষ আদালত একে উৎসব উদ্যাপন ও পরিবেশ রক্ষার মধ্যে একটি “সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ” বলে বর্ণনা করেছে।
advertisement
আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, দীপাবলির সময় দিল্লি-এনসিআর অঞ্চলের বাইরে থেকে পাচার হয়ে আসা আতশবাজিগুলো সবুজ আতশবাজির তুলনায় বেশি ক্ষতি করে। যে আতশবাজি কাঁচামাল ও ধুলো দমনের উপাদান কম ব্যবহার করে এবং ফলস্বরূপ তুলনামূলকভাবে কম দূষণ ঘটায়, সেগুলোকেই ‘সবুজ আতশবাজি’ বলা হয়।
আদালত এটিকে একটি “অস্থায়ী ব্যবস্থা” বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে এনসিআর অঞ্চলের বাইরে থেকে কোনো আতশবাজি আনা যাবে না। এই সময়ে দূষণ নিয়ন্ত্রণ সংস্থাগুলো অঞ্চলের বায়ুমান সূচক (Air Quality Index) পর্যবেক্ষণ করবে ।