TRENDING:

ঝাড়ু দিয়ে ৬ লাখ টাকা! কী ভাবে কপাল খুলল গরিবের? জানলে চমকে যাবেন   

Last Updated:

এ হল টিকে থাকার গল্প। শুরুটা হয়েছিল দু'বছর আগে। অনেক চেষ্টা করেও চাকরি না পেয়ে বাঘপতের খেকরায় চলে গেছিলেন গেরু। ২০ সদস্যের পরিবার। পেট চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান: কথায় বলে, যে মন জয় করতে পারে সে নাকি দুনিয়া জিতে নিতে পারে। সেভাবেই ঝাড়ু বানিয়ে মন জিতে নিয়েছেন এক পরিবার। চাকরির যা বাজার, তাতে স্বনির্ভর হওয়াই মনঃস্থির করেছিলেন গৃহকর্তা গেরু। সেই মতো পরামর্শ দিয়েছিলেন পরিবারের বাকি সদস্যদের। তাঁরা সকলে মিলে হাত লাগিয়ে প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে ঝাড়ু তৈরি করে গেছেন। তাতেই অন্ন সংস্থান। বছর শেষে আয় ৬ লক্ষ টাকা। রাজস্থানের বাঘপত এলাকার এই পরিবারের দেখানো পথ অনুপ্রেরণা দিতে পারে বহু অভাবী মানুষের।
ঝাড়ু বানিয়ে কেমন করে সফল হলেন গেরু?
ঝাড়ু বানিয়ে কেমন করে সফল হলেন গেরু?
advertisement

কী ভাবে সম্ভব হল? কেমন করে ব্যবসা সফল করলেন গেরু? সেই গল্প ভাগ করে নিলেন সংবাদমাধ্যমের সঙ্গে। গেরু জানান, এ হল বিশ্বাস রাখার এবং টিকে থাকার ফল। শুরুটা হয়েছিল দু’বছর আগে। অনেক চেষ্টা করেও চাকরি না পেয়ে বাঘপতের খেকরায় চলে গেছিলেন গেরু। ২০ সদস্যের পরিবার। পেট চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো।

advertisement

আশেপাশের জঙ্গল থেকে খেজুর পাতা কুড়িয়ে সেগুলিকে টেকসই করার জন্য রবারের প্রলেপ লাগিয়ে ঝাড়ু তৈরি করা শুরু করেন পরিবারের ২০ জনে মিলে। স্থানীয়দের সহায়তায় এবং সম্মিলিত শ্রমে ক্রমশ লাভজনক হতে থাকে ব্যবসা। গেরু জানান প্রতি ঝাড়ুতে ৩০টাকা লাভ থাকে। সবটাই যেহেতু নিজেরা করেন, এখানে মধ্যসত্ত্বভোগীর জায়গা নেই। পণ্য কিনতে হয় না বাজার থেকে, লাভের টাকাও সরাসরি ঘরে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বনজ সম্পদ কাজে লাগিয়ে যেভাবে সপরিবার স্বাবলম্বী হয়েছেন গেরু তাতে স্থানীয়রা তাঁদের সম্ভ্রমের চোখেই দেখেন। বহু এলাকায় তাঁর ঝাড়ু বিক্রি হয়। সুনাম অর্জনের পাশাপাশি তিনিই এখন গ্রামবাসীর রোল মডেল।

বাংলা খবর/ খবর/দেশ/
ঝাড়ু দিয়ে ৬ লাখ টাকা! কী ভাবে কপাল খুলল গরিবের? জানলে চমকে যাবেন   
Open in App
হোম
খবর
ফটো
লোকাল