TRENDING:

Saugata Roy Advises Narendra Modi: 'বঙ্কিমদা নয়, বাবু বলুন!' সৌগতর পরামর্শ মেনে মোদি বললেন, 'আপনাকে দাদা বলতে পারি তো?'

Last Updated:

প্রধানমন্ত্রীর ভাষণ দিয়েই এ দিন লোকসভায় বন্দে মাতরম্-এর উপরে বিতর্ক শুরু হয়৷ বক্তব্যের শুরুর দিকেই ১৮৭৫ সালে বন্দে মাতরম্ রচনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে শুরু করেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লোকসভায় বন্দে মাতরম্ বিতর্ক চলাকালীনই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ যা শুনেই তীব্র আপত্তি জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ ‘দাদা’ নয়, কিংবদন্তি কথা সাহিত্যিককে ‘বঙ্কিমবাবু’ বলে সম্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ৷
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ সৌগত রায়ের৷
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ সৌগত রায়ের৷
advertisement

তৃণমূল সাংসদের এই পরামর্শ অবশ্য সঙ্গে সঙ্গেই মেনে নেন প্রধানমন্ত্রী৷ এর পরেই অবশ্য হাল্কা মেজাজে সৌগত রায়কেই ‘দাদা’ বলে সম্বোধন করেন নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রীর ভাষণ দিয়েই এ দিন লোকসভায় বন্দে মাতরম্-এর উপরে বিতর্ক শুরু হয়৷ বক্তব্যের শুরুর দিকেই ১৮৭৫ সালে বন্দে মাতরম্ রচনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে শুরু করেন প্রধানমন্ত্রী৷ তখনই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন তিনি৷

advertisement

প্রধানমন্ত্রীর মুখে এই সম্বোধন শুনেই তীব্র আপত্তি জানাতে শুরু করেন তৃণমূল সাংসদরা৷ তাঁদের মধ্যে সবথেকে সরব হন সৌগত রায়ই৷ লোকসভার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘বঙ্কিমদা কাকে বলছেন? বঙ্কিম বাবু বলুন৷’

তৃণমূল সাংসদের এই আপত্তি কানে যায় প্রধানমন্ত্রীরও৷ সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে তিনি বলেন, ‘আচ্ছা দাদা নয়, বঙ্কিম বাবু বলব তো? আচ্ছা ঠিক আছে, তাই হবে৷ আপনাকে অনেক ধন্যবাদ৷ আপনার ভাবাবেগকে আমি শ্রদ্ধা করি৷’ এর পরেই হাল্কা মেজাজে সৌগত রায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আচ্ছা আপনাকে দাদা বলতে পারি তো?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
আরও দেখুন

এ দিন বন্দে মাতরম্ বিতর্ক নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসকেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী ভাষণের শুরুতেই কটাক্ষের সুরে মনে করিয়ে দিলেন, বন্দে মাতরম্ সৃষ্টির শতবর্ষের সময় তৎকালীন কংগ্রেস সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছিল৷ এমন কি, গত শতকে বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷ স্বভাবতই প্রধানমন্ত্রীর নিশানা ছিল কংগ্রেসের শাসনকালের দিকেই৷ যদিও এখন বন্দে মাতরম্ রচনার সার্ধশতবর্ষ পালন কেন্দ্রীয় সরকার গর্বের সঙ্গে উদযাপন করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Saugata Roy Advises Narendra Modi: 'বঙ্কিমদা নয়, বাবু বলুন!' সৌগতর পরামর্শ মেনে মোদি বললেন, 'আপনাকে দাদা বলতে পারি তো?'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল