সূত্রের খবর, রাজ্যপাল বিষয়টি খতিয়ে দেখছেন ৷ তাই শপথগ্রহণ নিয়ে অনিশ্চিতা রয়েই যাচ্ছে ৷ আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা করছেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও ৷ যদি শশীকলা এই মালায় দোষী শাবস্থ হন তাহলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না ৷ কারণ আইন অনুযায়ী, কোনও মামলায় অপরাধীর যদি ২ বছরের বেশি জেল হয়, তাহলে সেই ব্যক্তি ৬ বছরের জন্য ভোটে দাঁড়াতে পারবেন না।আগামী সপ্তাহে এই মামলার রায় দেবে আদালত ৷
advertisement
আগামী সপ্তাহে শশীকলার ভাগ্য নির্ধআরণ হবে ৷ যদি তিনি ছাড় পান তাহলে তারপরই শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর্থিক দুর্নীতির মামলায় প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা, শশীকলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়েছিল ৷
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা নটরাজন ৷ রবিবার এডিএমকে পরিষদীয় দল বৈঠকে বসে তাঁকে দলনেত্রী নির্বাচন করে। এরপরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ও পন্নিরসেলভম।
জয়ললিতার মৃত্যুর পর দলের পক্ষে থেকে ঘোষণা করা হয় আম্মার উত্তরাধিকার হবেন শশীকলা ৷ এতদিন পর্যন্ত দলে জয়ললতির ছোট বোন ‘চিন্নামা’ হিসেবে তার পরিচয় ছিল ৷ এবার ‘চিনাম্মা’ থেকে ‘আম্মার’ চেয়ারে শশীকলা নটরাজন ৷ AIADMK প্রধান পদে নির্বাচন করার কথা রয়েছে ৷