TRENDING:

Agency's Probes Spread Across Parties | View Top Names || সঞ্জয় রাউত প্রথম নন, গত কয়েকমাসে ইডির জালে বেশ কয়েকজন হেভিওয়েট

Last Updated:

Agency's Probes Spread Across Parties | View Top Names|| গত কয়েক মাসে বেশ কয়েকজন হেভিওয়েট রাজনীতিবিদ বিপাকে পড়েছেন৷ দেখে নেওয়া যাক তাঁরা কারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুম্বইয়ের একটি অঞ্চলের উন্নয়নের কাজে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে সঞ্জয় রাউতের বিরুদ্ধে। রবিবার সকাল সাতটা থেকে শুরু হয় ইডির তল্লাশি। দিনভর চলে ম্যারাথন জেরা। এরপরেই রবিবার বিকেলে ইডির দফতরে তুলে আনা হয় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোটা অঙ্কের টাকা। ইডি সূত্রে খবর, তাঁর বাড়ি থেকে ১১ লাখ ৫০ হাজার টাকা নগদ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিকেল পাঁচটা নাগাদ সঞ্জয়কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ইডি দফতরে। এরপরেই ইডি সূত্রে খবর পাওয়া যায়, তদন্তে বিশেষ সহযোগিতা করছেন না সঞ্জয় রাউত। সেই কারণেই শেষে তাঁকে গ্রেফতার করা হয়।
Sanjay Raut
Sanjay Raut
advertisement

আরও পড়ুন: সাত দিনে ৫০ ঘণ্টা জেরা, পার্থ-অর্পিতার সব গতিবিধি ক্যামেরায় তুলে রাখছে ইডি

আরও পড়ুন: এসএসসি বিক্ষোভ হতে পারে নবান্নে, হাওড়া পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর

আর্থিক তছরুপের ঘটনায় তাঁকে এর আগেও দু-দু'বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু, ED-র ডাকে সাড়া দেননি তিনি। এরপরেই রবিবার চলে ইডির অভিযান। তবে তিনিই প্রথম নন৷ গত কয়েক মাসে বেশ কয়েকজন হেভিওয়েট রাজনীতিবিদ বিপাকে পড়েছেন৷ দেখে নেওয়া যাক তাঁরা কারা৷

advertisement

নবাব মালিক

পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের ক্রিয়াকলাপের সঙ্গে সম্পর্কিত মানি লন্ডারিং তদন্তের জন্য ২৩ ফেব্রুয়ারি এনসিপি নেতা নবাব মালিককে গ্রেফতার করেছিল ইডি৷ এনসিপি নেতা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন৷ পাশাপাশি সুপ্রিম কোর্টেও আবেদন করেছিলেন৷

ফারুক আবদুল্লাহ

জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে (জেকেসিএ) আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত একটি মানি লন্ডারিং মামলায় ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহকে তাঁর শ্রীনগর অফিসে তলব করে ইডি।

advertisement

সত্যেন্দ্র জৈন

৩১ মে দিল্লির মন্ত্রী এবং আপ নেতা সত্যেন্দ্র জৈনকে অর্থ পাচারের তদন্তে আটক করে ইডি৷

ডিকে শিবকুমার

২০১৮ সালে দায়ের করা একটি মানি লন্ডারিং মামলার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে ব্যাপক ঝক্কি পোহাতে হয়৷

কার্তি চিদাম্বরম

ঘুষের বিনিময়ে চীনা নাগরিকদের জন্য অবৈধ ভিসার দায়ে কোপে পড়েন কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম৷

advertisement

অজিত পাওয়ার

সিনিয়র এনসিপি নেতা এবং মহারাষ্ট্র সরকারের মন্ত্রী অজিত পাওয়ারকে একটি মানি লন্ডারিং মামলায় ইডি তলব করে। ইডি-র মতে, বেশ কয়েকটি বেনামি সম্পত্তিতে অবৈধ অর্থ পাচার করা হয়েছে।

অনিল পরব

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শিবসেনা নেতা অনিল পরবের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ইডি। বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে তলব করতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Agency's Probes Spread Across Parties | View Top Names || সঞ্জয় রাউত প্রথম নন, গত কয়েকমাসে ইডির জালে বেশ কয়েকজন হেভিওয়েট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল