সূত্রের খবর সমগ্র আঞ্চলিক দলগুলির মোট আয় ৩২১.০৩ কোটি টাকা, অর্থাৎ সপার আয় মোট আঞ্চলিক দলগুলির আয়ের ২৫.৭৮ শতাংশ ৷
ইডিআর সূত্রে আরও খবর ধনী দলগুলির তালিকায় জেডিএস, টিডিপি, ডিএমকে আছে ৷ ধনীতম দলের তালিকায় থাকলেও ২০১৬-১৭ অর্থবর্ষে যথাক্রমে ৮৭, ৬৭ শতাংশ আয়ের টাকা খরচই করতে পারেনি জেডিএস-টিডিপি ৷ ডিএমকে ৮১.৮৮ কোটি টাকা খরচ করেছে ৷ সপা সেখানে এক অর্থবর্ষে ৬৪.৩৪, ৩৭.৮৯ কোটি টাকা বেশি খরচ করেছে ৷
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা গিয়েছে ৪৮টি আঞ্চলিক দলের মধ্যে ১৬টি দলের অডিটে ন্যাশনাল কনফারেন্স, রাষ্ট্রীয় জনতা দল, আম আদমি পার্টি সময় মতো আটিআর জমা দিয়েছে ৷ বাকি ২০টি দল ১৩ দিন থেকে ৫ মাস পর্যন্ত দেরি করেছে আইটি আর জমা দিতে ৷
৩২টি আঞ্চলিক দলের অর্থবর্ষ ২০১৫-১৬ থেকে ২০১৬-১৭ আয়ের বৃদ্ধি হয়েছে ৷ ৫ আঞ্চলিক দল রিটার্ন জমা করেনি সময় মত ৷ আইটিআর জমা সময় মত জমা করা ২৭টি আঞ্চলিক দলের মধ্যে অর্থবর্ষ ২০১৫-১৬, ২০১৬-১৭ চোখে পড়ার মত আয় বেড়েছে ৷ ২৯১.১৪ কোটি টাকা থেকে ৩১৬.০৫কোটি টাকা যা শতাংশের বিচারে ৮.৫৬ শতাংশ ৷ সে ক্ষেত্রে ৩২টি আঞ্চলিক দলের মধ্যে সব থেকে বেশি আয় বেড়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ৷