এই প্রসঙ্গে ট্যুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তিনি ভারতীয় বায়ুসেনার পাইলটদের স্যালুট জানান ৷ ট্যুইটে তিনি লিখেছেন,
২১ মিনিটে পাক অধিকৃত কাশ্মীরের ৩ জায়গায় অপারেশন চালায় ভারত ৷ বালাকোট, মুজফফরাবাদ, চাকোটিতে হামলা করে ভারতীয় বায়ুসেনা ৷ এলাকা চিহ্নিত করে প্রত্যাঘাত ভারতের ৷ লেসারচালিত মিসাইল নিয়ে হামলা ৷ অন্ধকারেও টার্গেটে আঘাত নিশ্চিত করা যায় এবং কম উচ্চতাতেও যাতে উড়তে পারা বিমান নিয়ে হামলা চালানো হয় ৷ পাক র্যাডার এড়াতেই এই পদক্ষেপ ৷ বিভিন্ন ঘাঁটি থেকে পরপর বিমান ওড়ানো হয় ৷ পাকিস্তানকে বুঝতে না দিয়েই অন্য বিমান দিয়ে যুদ্ধবিমান গার্ড করে হানা ভারতের ৷ জইশ-এর আলফা ৩ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় ৷
advertisement
Location :
First Published :
February 26, 2019 10:31 AM IST