TRENDING:

সল্লুকে বাঁচালেও, আসারাম বাপুকে ডোবালেন সলমনের উকিল !

Last Updated:

প্রায় ৫২ মাসের হাজতবাস কেটেও ভাগ্যে সেই হাজতবাস রইল আসারাম বাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রায় ৫২ মাসের হাজতবাস কেটেও ভাগ্যে সেই হাজতবাস রইল আসারাম বাপুর ৷ এমনকী, শেষ চেষ্টাও করা হয়েছিল সলমনের উকিলকে দিয়ে মামলাটি লড়ানো ৷ কিন্তু সলমনের উকিল মহেশ বোড়া, সলমনকে বাঁচালেও ডুবিয়ে দিলেন আসারামকে ৷ এখন পর্যন্ত প্রায় ২০ জন আইনজীবী আসারাম বাপুর এই মামলা লড়েছেন ৷
advertisement

যোধপুর জেলে আসারাম বাপুর পাশের লকআপেই দু’রাত কাটিয়েছেন সলমন খান ৷ কৃষ্ণসার হরিণ মামলায় অভিযুক্ত হওয়ার পর আইনজীবী মহেশ বোড়াই সলমনকে জামিন পাইয়ে দিয়েছিলেন ৷ কিন্তু আসারাম বাপুর ব্যাপারে ডুবলেন সেই মহেশ ৷ নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ব-ঘোষিত ধর্মগুরু আসারাম বাপু ৷ দোষী সাব্যস্ত হলেন আসারাম-সহ আরও দুই অভিযুক্তরা ৷

advertisement

আরও পড়ুন 

নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আসারাম বাপু,দোষী আরও ২

পাঁচ বছর আগের ধর্ষণ মামলার রায় দিল যোধপুর আদালত ৷ রাজস্থান হাইকোর্টের নির্দেশে আজ যোধপুর সংশোধনাগারের মধ্যেই বসেছিল আদালত ৷ বিচারক মধুসূদন শর্মা আজ এই রায় ঘোষণা করেন ৷

গুরমিত রাম রহিমের ঘটনাকে স্মৃতিতে রেখে রায়দান পর্বের পর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল যোধপুর জেল চত্বর ৷ নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজস্থান, গুজরাত, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ৷

advertisement

জোড়া ধর্ষণ মামলায় অভিযুক্ত স্ব-ঘোষিত ধর্ম গুরু গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার পরেই উদ্দেশ্য প্রোণোদিতভাবে তাণ্ডব চলেছিল একাধিক রাজ্যে ৷ ঘটনায় প্রাণ গিয়েছিল ৩৬ জনের ৷ নষ্ট হয় প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি ৷ তাই এ বার আসারামের বেলায় কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

অভিযোগ, ২০১৩ সালে মানাই গ্রামে নিজের আশ্রমে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসারাম ৷ এরপর আসারাম ও তাঁর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে দুই বোন ৷ ধর্ষণের মামলা শুরু হয় আসারাম বাপুর বিরুদ্ধে ৷ গ্রেফতার হন তিনি ৷ জেলে থাকাকালীন ১২ বার জামিনের আবেদন করেছেন ৷ কিন্তু প্রত্যেকবারেই আদালতে খারিজ হয়ে যায় তা ৷ গুরমিতের মতো হাইকোর্টের নির্দেশে আসারামে বিচারসভাও বসেছিল যোধপুর জেলের মধ্যে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সল্লুকে বাঁচালেও, আসারাম বাপুকে ডোবালেন সলমনের উকিল !