আগামী ছবি ‘টাইগার ৩’র (Tiger 3) শুটিং করার জন্য রাশিয়া (Russia) গিয়েছেন সলমন। যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে ঘটেছিল এই ঘটনা। সলমনের রাশিয়ায় রওনা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিমানবন্দরের সামনে ভিড় জমিয়েছিলেন চিত্র সাংবাদিকরা। আর তাঁদের ক্যামেরার সামনে সলমন পোজ দিয়েই চলেছিলেন। সূত্রের খবর, অভিনেতা এতটাই মশগুল ছিলেন যে, বিমানবন্দরে গেটে ঢোকার নিরাপত্তাবিধি ঠিকমতো পালন করতেই ভুলে যাচ্ছিলেন। ঠিক এমন সময়ে গোটা কাণ্ড দেখে সজোরে চিৎকার করে উঠলেন দায়িত্বে থাকা CISF অফিসার। তিনি সরাসরি অভিনেতাকে বলেন, আগে নিয়ম মানুন, তারপর এসব হবে।
advertisement
ঘটনার পরই সোমনাথ মোহান্তির প্রশংসা করে ওঠেন নেটিজেনরা। জানান, বলিউডের নায়ক বলে যে সলমন নিয়মের ঊর্ধ্বে নয়, তা স্পষ্টই বুঝিয়ে দিলেন CISF জওয়ান। তবে এই ঘটনার জন্যই কার্যত বিপাকে পড়লেন সোমনাথ। নিজের ডিপার্টমেন্টেই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে জওয়ানকে।
সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। যাতে তিনি সেই মোবাইল থেকে আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন। ওড়িশার বাসিন্দা সোমনাথ। মুম্বই বিমানবন্দরের গেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তিনি কোনও সংবাদমাধ্যমের সঙ্গে এবিষয়ে কথা বলেছিলেন কিনা, তাও নাকি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে উড়িষ্যার একটি সংবাদ মাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলাতেই সিআইএসএফ তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে।