TRENDING:

1984 Sikh Violence: ১৯৮৪ সালের শিখ হিংসা মামলা, দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

Last Updated:

এই মুহূর্তে শিখ হিংসার অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়ে জেল বন্দিই রয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১৯৮৪ সালের শিখ হিংসার ঘটনায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত৷ ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির সরস্বতী বিহার এলাকায় এক বাবা এবং ছেলেকে হত্যার মামলায় এই নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক৷
প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার৷ ফাইল ছবি
প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার৷ ফাইল ছবি
advertisement

এই মুহূর্তে শিখ হিংসার অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়ে জেল বন্দিই রয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ৷ তবে এ দিন সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করলেও সাজা ঘোষণা করেননি বিচারক কাবেরি বাওয়েজা৷ আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলায় শাস্তি ঘোষণা করবেন তিনি৷ এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন সজ্জন কুমার৷ এ দিন মামলার রায় ঘোষণার জন্য প্রাক্তন কংগ্রেস সাংসদকে রাউজ অ্যাভিনিউ আদালতে নিয়ে আসা হয়েছিল৷

advertisement

আরও পড়ুন: মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান হল না, বাইকে মহাকুম্ভ যাচ্ছিলেন হাওড়ার যুবক! মাঝপথেই সব শেষ

১৯৮৪ সালের ১ নভেম্বর খুন হন জসওয়ান্ত সিং এবং তাঁর ছেলে তরুণদীপ সিং৷ অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার বদলা নিতে উন্মত্ত জনতা সশস্ত্র অবস্থায় শিখদের উপরে আক্রমণ চালানোর পাশাপাশি তাঁদের সম্পত্তিও লুঠপাট চালায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিহত জসওয়ান্ত সিংয়ের স্ত্রীর অভিযোগ ছিল, এই তাণ্ডবের সময় তাঁদের বাড়িতেও হামলার ঘটনা ঘটে৷ খুন করা হয় তাঁর স্বামী জসওয়ান্ত সিং এবং ছেলে তরুণদীপকে৷ লুঠপাট করে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা৷

বাংলা খবর/ খবর/দেশ/
1984 Sikh Violence: ১৯৮৪ সালের শিখ হিংসা মামলা, দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল