এই মুহূর্তে শিখ হিংসার অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়ে জেল বন্দিই রয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ৷ তবে এ দিন সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করলেও সাজা ঘোষণা করেননি বিচারক কাবেরি বাওয়েজা৷ আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলায় শাস্তি ঘোষণা করবেন তিনি৷ এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি রয়েছেন সজ্জন কুমার৷ এ দিন মামলার রায় ঘোষণার জন্য প্রাক্তন কংগ্রেস সাংসদকে রাউজ অ্যাভিনিউ আদালতে নিয়ে আসা হয়েছিল৷
advertisement
আরও পড়ুন: মাঘী পূর্ণিমায় পুণ্যস্নান হল না, বাইকে মহাকুম্ভ যাচ্ছিলেন হাওড়ার যুবক! মাঝপথেই সব শেষ
১৯৮৪ সালের ১ নভেম্বর খুন হন জসওয়ান্ত সিং এবং তাঁর ছেলে তরুণদীপ সিং৷ অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার বদলা নিতে উন্মত্ত জনতা সশস্ত্র অবস্থায় শিখদের উপরে আক্রমণ চালানোর পাশাপাশি তাঁদের সম্পত্তিও লুঠপাট চালায়৷
নিহত জসওয়ান্ত সিংয়ের স্ত্রীর অভিযোগ ছিল, এই তাণ্ডবের সময় তাঁদের বাড়িতেও হামলার ঘটনা ঘটে৷ খুন করা হয় তাঁর স্বামী জসওয়ান্ত সিং এবং ছেলে তরুণদীপকে৷ লুঠপাট করে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা৷