TRENDING:

Ram Mandir Inauguration : লন্ডন থেকে মনোবিদ, বায়োলজিস্ট সন্ন্যাসিনীরা অযোধ্যায় হাজির রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকতে

Last Updated:

Ram Mandir Inauguration: ডাবল পিএইচডি ডিগ্রিধারী এই ব্রিটিশ নাগরিক পেশায় মনোবিদ। তবে সাধ্বীজীবনে প্রবেশ করার আগে তিনি সব জাগতিক মোহ ত্যাগ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অযোধ্যা: বিদেশ থেকেও রামভক্তরা আজ, সোমবার রামজন্মভূমি অযোধ্যামুখী। লন্ডন থেকে গেরুয়াবসনধারী সাধ্বীরা এসেছেন রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকতে। তাঁদের মধ্যে একজন ডক্টর অভক্ষী ভারতী। ডাবল পিএইচডি ডিগ্রিধারী এই ব্রিটিশ নাগরিক পেশায় মনোবিদ। তবে সাধ্বীজীবনে প্রবেশ করার আগে তিনি সব জাগতিক মোহ ত্যাগ করেছেন। সাধ্বী গ্যাব্রিয়েল ব্রিটিশ সরকারের সঙ্গে কাজ করেন বায়োলজিস্ট হিসেবে। তিনিও শৈশবে সন্ন্যাস গ্রহণ করেছেন। এর আগে ছোটবেলায় ভারতে এসেছেন। এ বারই প্রথম যাচ্ছেন অযোধ্যায়।
সাধ্বীজীবনে প্রবেশ করার আগে তিনি সব জাগতিক মোহ ত্যাগ করেছেন
সাধ্বীজীবনে প্রবেশ করার আগে তিনি সব জাগতিক মোহ ত্যাগ করেছেন
advertisement

সরযূর তীরে দাঁড়িয়ে সাধ্বী অভক্ষী বলেছেন, ‘‘আমরা সকলে সাধ্বী এবং গুরু বোন।’’ তাঁর সঙ্গে আছেন লন্ডনের সেন্ট গ্যাব্রিয়েল, দিল্লির সাধ্বী প্রজ্ঞা ভারতী, উত্তরপ্রদেশের সাধ্বী জ্যোতিপ্রভা ভারতী এবং সাধ্বী পূজা ভারতী। লন্ডনবাসী সেন্ট গ্যাব্রিয়েলের কথায়, ‘‘ভারতের প্রতি প্রথম থেকেই আকৃষ্ট ছিলাম। আমাদের একজন গুরুর প্রয়োজন ছিল। আমরা সেই গুরুকে পেয়েছি। অযোধ্যায় অসাধারণ পরিবেশ। সকলে রামলালা এবং প্রাচীন সংস্কৃতি নিয়ে আলোচনা করছেন। কয়েক হাজার বছরের সংস্কৃতিকে অনুভব করছি। এখানে এসে এক দিব্যজ্যোতি অনুভব করছি।’’

advertisement

আরও পড়ুন : রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে হাজির কয়েকশো কেজি লাড্ডু! কলকাতার গাঁদাফুলে সাজল অযোধ্যা

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

দিল্লির সাধ্বী প্রজ্ঞা ভারতীর কথায়, ‘‘রামচন্দ্র সারা বিশ্বের অধীশ্বর। একজন শিষ্যা হিসেবে আমরা এই দিব্য মুহূর্তে প্রার্থনা করছি। শেষ পর্যন্ত সেই দিন সমাগত, যেদিন আমরা রামচন্দ্রের আশীর্বাদ পাব।’’ রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর দিনই নতুন মন্দিরে তাঁরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারবেন বলে আশা সাধ্বীদের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir Inauguration : লন্ডন থেকে মনোবিদ, বায়োলজিস্ট সন্ন্যাসিনীরা অযোধ্যায় হাজির রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল