TRENDING:

ঐতিহ্যে নাক না গলানোই উচিত, শবরীমালা বিতর্কে সোজা জবাব রজনীকান্তের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল । ৫৩ বছরের এই পুরনো প্রথা বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট । মামলার রায় দিতে গিয়ে আদালতের মন্তব্য, ধর্মাচরণের ক্ষেত্রে কোনও বৈষম্য থাকতে পারে না। সুপ্রিম কোর্টের এই রায়দানের পরই কেরল জুড়ে শুরু হয় বিতর্ক ৷ এবার সেই বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন অভিনেতা রজনীকান্ত ৷
advertisement

শনিবার রজনীকান্ত বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে আমি সম্মান করি ৷ কিন্তু এখানে বিচারযোগ্য বিষয়টি হল একটি মন্দির ৷ সেই কারণেই সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করছি আমি ৷ আমাদের মন্দিরের সুপ্রাচীন রীতি নীতির প্রতি সম্মান জানানো উচিত ৷ তাই আমার বিনীত অনুরোধ মন্দিরের এই প্রাচীন রীতিতে নাক না গলানোই উচিত ৷’

advertisement

আরও পড়ুন:  #AmritsarTrainAccident: তু-তু ম্যায় ম্যায় করার সময় নয় এখন, চার সপ্তাহ পরই প্রকাশ্যে আসবে দায়ী কে ?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ২৮ সেপ্টেম্বর নারী স্বাধীনতায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ সব বয়সি মহিলাই মন্দিরে ঢুকতে পারবেন, রায়ে জানায় দেশের শীর্ষ আদালত ৷ পাহাড়ঘেরা কেরলের বিখ্যাত মন্দির শবরীমালাতে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল । ৫৩ বছর ধরে চালু এই প্রথাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় । সব মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত হয় সাংবিধানিক বেঞ্চ । পাঁচ সদস্যের বেঞ্চ আট দিন ধরে শুনানির পর শুক্রবার ঐতিহাসিক রায় দেয় ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ঐতিহ্যে নাক না গলানোই উচিত, শবরীমালা বিতর্কে সোজা জবাব রজনীকান্তের