মধুবনির জেলা আধিকারিক গিরিধর দয়াল সিং ইটিভি/প্রদেশ১৮কে জানালেন, গর্তের মধ্যে উল্টে থাকা বাসের মধ্যে থেকে এখনও পর্যন্ত ৩২ টি মৃতদেহ বের করা হয়েছে ৷
সোমবার মধুবনি জেলায় ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী ট্যুইটও করেন৷
advertisement
উদ্ধারকার্য দেরিতে শুরু হওয়ার ফলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে ৷ ঘটনাটি ঘটে মধুবনি জেলার বনপট্টি এলাকায় ৷ গ্রামবাসী তীব্র প্রতিবাদে পুলিশ প্রশাসনের সঙ্গে বচসা শুরু করে ৷
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশ্বাস দিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের যেকোনও সাহায্য করবেন ৷ এমনকী, দ্রুত মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন৷
খবর অনুযায়ী, যাত্রীদের নিয়ে বাসটি মধুবনি থেকে সীতামারির দিকে যাত্রা করেছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটে ৷ জল ভর্তি গর্তের গভীরতা বেশি হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷