TRENDING:

বিহারের মধুবনিতে বাস দুর্ঘটনা, নিহত ৩২, ট্যুইটে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Last Updated:

বিহারের মধুবনী জেলায় দুর্ঘটনার মুখে পড়ল একটি বাস ৷ সোমবার এই বাসটি জল ভরা এক গর্তের মধ্যে একেবারে উল্টে যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মধুবনি: বিহারের মধুবনী জেলায় দুর্ঘটনার মুখে পড়ল একটি বাস ৷ সোমবার এই বাসটি জল ভরা এক গর্তের মধ্যে একেবারে উল্টে যায় ৷ দুর্ঘটনাস্থলেই মারা যায় ৩২ জন যাত্রী ৷ মৃতের সংখ্যা বাড়তে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
advertisement

মধুবনির জেলা আধিকারিক গিরিধর দয়াল সিং ইটিভি/প্রদেশ১৮কে জানালেন, গর্তের মধ্যে উল্টে থাকা বাসের মধ্যে থেকে এখনও পর্যন্ত ৩২ টি মৃতদেহ বের করা হয়েছে ৷

সোমবার মধুবনি জেলায় ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী ট্যুইটও করেন৷

advertisement

উদ্ধারকার্য দেরিতে শুরু হওয়ার ফলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে ৷ ঘটনাটি ঘটে মধুবনি জেলার বনপট্টি এলাকায় ৷ গ্রামবাসী তীব্র প্রতিবাদে পুলিশ প্রশাসনের সঙ্গে বচসা শুরু করে ৷

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশ্বাস দিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের যেকোনও সাহায্য করবেন ৷ এমনকী, দ্রুত মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

খবর অনুযায়ী, যাত্রীদের নিয়ে বাসটি মধুবনি থেকে সীতামারির দিকে যাত্রা করেছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটে ৷ জল ভর্তি গর্তের গভীরতা বেশি হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিহারের মধুবনিতে বাস দুর্ঘটনা, নিহত ৩২, ট্যুইটে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর