৯ ডিসেম্বর দিল্লিতে প্রায় ৮লক্ষ মানুষ জমায়েত হবেন ৷ অযোধ্যায় রামমন্দির তৈরিতে বিলম্ব কেন ? সেই নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করবে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা ৷ আরএসএসের শীর্ষ নেতৃত্বরা হাজির থাকবেন এই সমাবেশে ৷
রাজনৈতিক বিশ্লেষকদের মত, আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনেও রামমন্দির ইস্যু একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ৷ কারণ জানুয়ারি মাসে রামমন্দিরের শুনানি হলেও, সমস্যা সমাধানে পেরিয়ে যাবে আরও কয়েকমাস ৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই সমস্যা সমাধানে হিমশিম খাবে কেন্দ্র ৷ তা বুঝতে পেরেই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রকে চাপে ফেলতে নয়া পন্থা নিল বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ৷
advertisement
আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের খুঁটিনাটি যাচাই করতে মধ্যপ্রদেশ পৌঁছচ্ছে নির্বাচন কমিশন
দিল্লির পাশাপাশি রামমন্দির ইস্যু নিয়ে অযোধ্যা, নাগপুর এবং বেঙ্গালুরু-তেও সমাবেশ করবে আরএসএস ৷
গত ২৯ অক্টোবর শীর্ষ আদালত জানায়, চলতি বছরে বড়দিন এবং দীপাবলির জন্য কাজের দিন কম থাকায় জানুয়ারিতেই স্থির হবে অযোধ্যা মামলার শুনানি কবে হবে ৷ গত সপ্তাহে অযোধ্যা মামলার শুনানিতে সেই রায়তেই স্থির রইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ ৷ শীর্ষ আদালত জানায়, জানুয়ারিতেই এই মামলার শুনানি হবে ৷ ইতিমধ্যেই দিন স্থির করার নির্দেশ দেওয়া হয়েছে ৷