TRENDING:

রাম মন্দির নিয়ে মেগা র‌্যালি RSS-VHP-র, বিজেপি 'বাদ' !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জানুয়ারির আগে অযোধ্যা মামলার শুনানি হবে না ৷ সাফ জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে কোণঠাসা করতে রামমন্দিরকেই হাতিয়ার করল আরএসএস এবং ভিএইচপি ৷ আগামী ৯ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা ৷
advertisement

৯ ডিসেম্বর দিল্লিতে প্রায় ৮লক্ষ মানুষ জমায়েত হবেন ৷ অযোধ্যায় রামমন্দির তৈরিতে বিলম্ব কেন ? সেই নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করবে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা ৷ আরএসএসের শীর্ষ নেতৃত্বরা হাজির থাকবেন এই সমাবেশে ৷

রাজনৈতিক বিশ্লেষকদের মত, আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনেও রামমন্দির ইস্যু একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ৷ কারণ জানুয়ারি মাসে রামমন্দিরের শুনানি হলেও, সমস্যা সমাধানে পেরিয়ে যাবে আরও কয়েকমাস ৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই সমস্যা সমাধানে হিমশিম খাবে কেন্দ্র ৷ তা বুঝতে পেরেই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রকে চাপে ফেলতে নয়া পন্থা নিল বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ৷

advertisement

আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের খুঁটিনাটি যাচাই করতে মধ্যপ্রদেশ পৌঁছচ্ছে নির্বাচন কমিশন

দিল্লির পাশাপাশি রামমন্দির ইস্যু নিয়ে অযোধ্যা, নাগপুর এবং বেঙ্গালুরু-তেও সমাবেশ করবে আরএসএস ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

গত ২৯ অক্টোবর শীর্ষ আদালত জানায়, চলতি বছরে বড়দিন এবং দীপাবলির জন্য কাজের দিন কম থাকায় জানুয়ারিতেই স্থির হবে অযোধ্যা মামলার শুনানি কবে হবে ৷ গত সপ্তাহে অযোধ্যা মামলার শুনানিতে সেই রায়তেই স্থির রইল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ ৷ শীর্ষ আদালত জানায়, জানুয়ারিতেই এই মামলার শুনানি হবে ৷ ইতিমধ্যেই দিন স্থির করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাম মন্দির নিয়ে মেগা র‌্যালি RSS-VHP-র, বিজেপি 'বাদ' !