বিধানসভা নির্বাচনের খুঁটিনাটি যাচাই করতে মধ্যপ্রদেশ পৌঁছচ্ছে নির্বাচন কমিশন

Last Updated:
#ভোপাল: দোড়গোড়ায় মধ্যপ্রদেশ নির্বাচন ৷ আগামী ২৮ নভেম্বর নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে মধ্যপ্রদেশ পৌঁছচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াতের নেতৃত্বাধীনে নির্বাচন কমিশনের চার সদস্যের দল ৷
দু’দিনের জন্য মধ্যপ্রদেশ যাচ্ছে নির্বাচন কমিশন ৷ ভোপাল এবং ইন্দোরে যাবেন তাঁরা ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷ নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি এবং কত টাকা খরচ হবে ৷ সেই বিষয়ে কথা বলবেন তাঁরা রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে ৷ বিধানসভা নির্বাচনে কত টাকা খরচ হবে ৷ সেই বিষয়টি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এই দু’দিনের সফরে ৷
advertisement
advertisement
মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও থাকবেন চারজন ৷ নির্বাচন কমিশনের এই দলে রয়েছেন সুনীল অরোরা, অশোক লাবাসা ৷ আজ বিকেলে ইন্দোর পৌঁছবে নির্বাচন কমিশনের দল ৷ মধ্যপ্রদেশের ৫১টি জেলার নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা ৷ সেই বৈঠকে থাকবেন আইজি, নির্বাচন কালেক্টর এবং এসপি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিধানসভা নির্বাচনের খুঁটিনাটি যাচাই করতে মধ্যপ্রদেশ পৌঁছচ্ছে নির্বাচন কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement