TRENDING:

পেনশন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, অবসর নিলেই ২৫ লাখ

Last Updated:

নতুন বছরের শুরুতেই পেনশন বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৷ এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম পেনশন বেড়ে হল মাসিক ৯,০০০ টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই পেনশন বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৷ এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম পেনশন বেড়ে হল মাসিক ৯,০০০ টাকা ৷ একই সঙ্গে তাঁদের এক্স-গ্রাশিয়াও দ্বিগুণ বাড়ল ৷ ১০-১৫ লাখ টাকা থেকে বেড়ে হল ২৫-৩৫ লাখ ৷
advertisement

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এর ফলে দেশের প্রায় ৫০ থেকে ৫৫ লক্ষ পেনশনার উপকৃত হবেন ৷ স্ট্যান্ডিং কমিটি অব ভলান্টারি এজেন্সিস-এর ২৯ তম সভায় ভাষণে তিনি বলেন, এর মধ্যে প্রায় ৮৮ শতাংশ পেনশন ভোগী অবসরপ্রাপ্ত কর্মচারীদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷

পেনশনভোগী কল্যাণ বিভাগের আয়োজিত এই সভায় পিএমও-র ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও কাজে লাগানোর কথা বলেন ৷ পেনশনারদের অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মও শিখতে পারবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

সপ্তম বেতন কমিশনের সুপারিশে সিলমোহর পড়ার পর এক লাফে কেন্দ্রীয় সরকারের অবসর প্রাপ্ত কর্মচারীদের নূন্যতম ১৫৭ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধি পায় ৷ এবার থেকে ৩৫০০ টাকার বদলে কমপক্ষে ৯০০০ টাকা পেনশন পাবেন রিটায়ার্ড কেন্দ্রীয় সরকারী কর্মীরা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পেনশন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, অবসর নিলেই ২৫ লাখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল