দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে চলা জমি মামলা। রায় দিতে গিয়ে কোনও জটিলতার রাস্তায় যাননি বিচারপতিরা। পাঁচ বিচারপতি একমত হয়েই জানান , ধর্ম বা বিশ্বাস নয়, আইনি অধিকারকে গুরুত্ব দিয়েছে আদালত। আদালতের রায়ের মূল অংশ পড়ে শোনান প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে রায় দেওয়া হয়নি ৷ আইনি অধিকারের নিরিখেই নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
অযোধ্যার বিতর্কিত জমিতেই তৈরি হবে রামমন্দির। অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ে জানায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বিকল্প জায়গায় ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। অন্যদিকে রায়ের শুরুতেই শিয়া বোর্ড ও নির্মোহী আখড়ার ওপর ধাক্কা আসে ৷ খারিজ হয়ে যায় তাদের আবেদন ৷ তবু রায় মেনে নিয়েছে শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ৷ এদিন চেয়ারম্যান রিজভি বলেন, ‘জমি নিয়ে সমস্যা শেষ ৷ এবার রাম মন্দির গড়ার পালা ৷ মুসলিম অর্থাৎ শিয়া বোর্ডের তরফে, রামমন্দির তৈরিতে আমরা ৫১ হাজার টাকা দেব বলে ঠিক করেছি ৷ ’ ওয়াসিমের আরও দাবি, অযোধ্যার এই রামমন্দির গোটা দেশের কাছেই গর্বের ব্যাপার হবে ৷