TRENDING:

রমজানের মাসে বাজার থেকে উধাও রুহ আফজা, দেশ জুড়ে হাহাকার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একদিকে গরমের দাবদাহ, অন্যদিকে রমজান ৷ এসময় গলা ভেজাতে সবথেকে পছন্দের পানীয় রুহ আফজাই বাজার থেকে উধাও ৷ রুহ আফজার আকাশ ছোঁয়া চাহিদার সময়েই অমিল এই বহুল জনপ্রিয় প্রোডাক্ট ৷ তাই রুহ আফজার অনুপস্থিতিতে চিন্তিত বিক্রেতা থেকে ক্রেতা ৷
advertisement

রুহ আফজার সবথেকে বেশি বিক্রি বাড়ে এই রমজানের মাসে ৷ গরমের কারণেও বছরের বেশিরভাগ সময়ই রুহ আফজার চাহিদা থাকে আকাশছোঁয়া ৷ রোজা শেষের পর গলা ভেজাতে দরকার প্রথম পছন্দ রুহ আফজা ৷ সারাদিন কিছু না খেয়ে থাকার পর গোলাপের গন্ধ মেশা এই পানীয় দিয়েই ভাঙা হয় রোজা ৷ সে অভ্যেস পাল্টে এখন বিকল্পের খোঁজ ৷ কিন্তু বাজার থেকে রুহ আফজা নিখোঁজ রহস্যের কারণ জানালেন বিক্রেতারাই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

জানা গিয়েছে রুহ আফজা প্রস্তুতকারক সংস্থা হামদর্দের মালিক পক্ষের মধ্যের বিবাদই রুহ আফজা অমিল হওয়ার কারণ ৷ এই বিবাদই রুহ আফজা উৎপাদনে প্রভাব ফেলেছে বলে দাবি বিক্রেতাদের ৷ কিন্তু সংস্থার তরফে এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ উল্টে সংস্থার দাবি, রুহ আফজা উৎপাদনের কিছু গুরুত্বপূর্ণ হার্বাল প্রোডাক্ট না মেলাতেই এই বিপত্তি ৷ এক সপ্তাহের মধ্যেই চাহিদা মতো রুহ আফজার যোগান দিয়ে এই অভাব পূর্ণ করে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন হামদর্দ সেলস এবং মার্কেটিং চিফ মনসুর আলি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রমজানের মাসে বাজার থেকে উধাও রুহ আফজা, দেশ জুড়ে হাহাকার