TRENDING:

সুইসদের বিদায় বিশ্বকাপ থেকে, রেগে যা বললেন ফেডেরার

Last Updated:

ফিফার সদর দফতর যে দেশে সেই সুইৎজারল্যান্ড বিশ্বকাপের শেষ ১৬ -থেকেই বিদায় নিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুইৎজারল্যান্ড : ফিফার সদর দফতর যে দেশে সেই সুইৎজারল্যান্ড বিশ্বকাপের শেষ ১৬ -থেকেই বিদায় নিয়েছে ৷ রজার ফেডেরার কিন্তু আদপেই প্রসন্ন নন দেশের ফুটবল দলের পারফরম্যান্সে ৷
advertisement

শান্ত স্বভাবের ফেডেরার রীতিমতো বিরক্ত হয়ে জানিয়েছেন ‘‘কুড়ে’-দের এটাই হওয়া উচিত ৷ অথচ গোল স্কোরিংয়ের নিরিখে সুইৎজারল্যান্ড এখনও অবধি ষষ্ঠ সেরা দল ৷

আরও পড়ুন - উরুগুয়ে বনাম ফ্রান্স লড়াইয়ের আগে একনজরে দেখে নিন পরিসংখ্যানের বিচার

সুইডেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে সুইৎজারল্যান্ডের ৷ মাঠের মধ্যে একটি দল হিসেবে যথেষ্ট একাত্মতার অভাবেই হৃদয় ভেঙেছে ফেডেরার সহ দেশের ৮০ লক্ষ দেশবাসীর ৷ এমনটাই মত সুইস মাস্টারের ৷

advertisement

তিনি আরও জানিয়েছেন,

‘‘ আমি খুব হতাশ, দলের কাছ থেকে আমি আরও বেশি চেয়েছিলাম ৷ নকআউটে এমনটাই মনে ভাবা উচিত প্রতিটা ম্যাচই ফাইনাল ম্যাচ ৷ এটা একসঙ্গে ১১- হওয়া উচিত ৷ এটা কখনই ৩ জন ও ৮ জন নয় ৷ এটা সব সময়ে সকলে একসঙ্গে একই জিনিস করা ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১৫ বছরে ২০ টি গ্র্যান্ডস্ল্যাম ঝোলায় পোরা ফেডেরার সর্বকালীন সেরা টেনিসপ্লেয়ারদের মধ্যে অন্যতম ৷ কিন্তু দলের এহেন পারফরম্যান্সে বেশ ক্ষুন্ন ফেডেক্স ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সুইসদের বিদায় বিশ্বকাপ থেকে, রেগে যা বললেন ফেডেরার