TRENDING:

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে মানুষের বদলে রোবট! চেন্নাইয়ে অবাক কাণ্ড

Last Updated:

হাসপাতাল থেকেই চিকিৎসাকর্মী, নার্স, সাফাই কর্মীরা বারবার বলছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার ইচ্ছা থাকলেও তেমন উপায় নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌চেন্নাই:‌ দেশজুড়ে করোনা আতঙ্কের জেরে এখন সোশ্যাল ডিস্ট্যান্সিংটাই নিয়ম। নিজেদের মধ্যে কমপক্ষে এক মিটার দূরত্ব রাখতে বলছেন চিকিৎসকরা। কিন্তু স্বাস্থ্যকর্মীদের তো সে উপায় নেই। যতই পিপিই কিট থাক, কিছুটা প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে তাঁদের। অনেক হাসপাতাল থেকেই চিকিৎসাকর্মী, নার্স, সাফাই কর্মীরা বারবার বলছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার ইচ্ছা থাকলেও তেমন উপায় নেই। কারণ যেরকম পোশাক ও নিরাপত্তার প্রয়োজনীয় সামগ্রী তাঁদের কাছে থাকার কথা, তা অনেক সময়েই দিতে পারছে না সরকার।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাই সেই ঝুঁকি এড়াতেই বিশেষ পরিকল্পনা নিয়েছে চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি হাসপাতালে। সেখানে একটি রোবটের ব্যবহার করা হচ্ছে। রোগীদের খাবার পৌঁছে দিতে এই বিশেষ ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে কাউকে আর রোগীর কাছাকাছি যেতে হবে না। বরং একটা নিরাপদ দূরত্ব রেখেই কাজ করতে পারবেন চিকিৎসাকর্মীরা। করোনা ভাইরাস আটকাতে মূল কাজ যেটি, সেই দূরত্ব বজায় রাখার কাজই সহজে হবে এই রোবট ব্যবহারের ফলে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে মানুষের বদলে রোবট! চেন্নাইয়ে অবাক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল