TRENDING:

এই গরু ভবিষ্যদ্বাণী করতে পারে ! ফেসবুকে তার সঙ্গে আলাপচারিতার ভিডিও শেয়ার করলেন রবার্ট বঢ়রা

Last Updated:

ওই গরুকে আদর করে বঢ়রা বলেন-'হেলো ডার্লিং, হেলো বেবি'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের বৈচিত্র্য থেকে অনেক কিছু শেখার আছে, নিজের ফেসবুকে গরুর ছবি পোস্ট করে লিখেছেন প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢ়রা। পাশাপাশি তিনি লিখেছেন এই গরু নাকি ভবিষ্যতও বলে দিতে পারে ।
advertisement

১৭ মিনিটের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন মানুষের প্রশ্নের উত্তরে গরুটি নাকি মাথা নাড়িয়ে জবাব দিয়ে থাকে ।

বঢ়রার ফেসবুক পোস্টে দেখা গিয়েছে গাঁদা ফুলের মালা গলায় দেওয়া এই গরুর ছবি । নিজের গাড়িতে বসেই বঢ়রা পাশে দাঁড়ানো পুরোহিতকে প্রশ্ন করে-'ওই গরুটি আমার প্রশ্নের জবাব দিতে পারবে?'; জবাবে পুরোহিত বলেন অবশ্যই পারবে ।

advertisement

এরপর ওই গরুকে আদর করে বঢ়রা বলেন-'হেলো ডার্লিং, হেলো বেবি'। পাশাপাশি বেশ কিছু কচিকাঁচাদের সঙ্গেও ছবি পোস্ট করেছেন বঢ়রা ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারতের বৈচিত্র্য থেকে অনেক কিছু শেখার আছে ও এই দেশের বাসিন্দা হতে পেরে গর্বিত, লিখেছেন বঢ়রা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এই গরু ভবিষ্যদ্বাণী করতে পারে ! ফেসবুকে তার সঙ্গে আলাপচারিতার ভিডিও শেয়ার করলেন রবার্ট বঢ়রা