জানা যাচ্ছে রায়গাড়া থেকে ভুবনেশ্বরগামী বিয়ের পার্টির বাসটি যাচ্ছিল৷ দিগপাহান্ডির খেমুন্ডি কলেজের কাছে একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের চিকিৎসার জন্য বেরহামপুর এমকেসিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই গঞ্জাম জেলার জেলা ম্যাজিস্ট্রেট দিব্যা পারিদাকে উদ্ধৃত করে জানিয়েছে সড়ক দুর্ঘটনায় ১০ জন মারা গেছেন, এবং 8 জন আহত হয়েছে। তিনি বলেন, ‘দুটি বাসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে এমকেসিজি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। আমরা আহতদের সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’
advertisement
আরও পড়ুন – World Cup 2023 বিশ্বকাপের ক্রীড়াসূচি সামনে, ভারতের প্রথম প্রতিপক্ষ কারা
এদিকে, মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) জানিয়েছে যে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গঞ্জাম জেলায় বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন৷ পাশাপাশি মৃতদের জন্য তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে৷