TRENDING:

Road Accident: ওড়িশায় ফের মৃত্যুর কালো ছায়া, মারাত্মক পথ দুর্ঘটনা, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ক্ষতিপূরণ

Last Updated:

Road Accident: মৃতদের জন্য তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: মাস খানেকও হয়নি ওড়িশাতে বিশাল ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন , আহতও হয়েছেন বহু৷ সেই ওড়িশাতেই ফের একবার মৃত্যুর খবর৷  গঞ্জাম জেলার দিগপাহান্ডি পুলিশ সীমানার অধীনে খেমুন্ডি কলেজের কাছে গভীর রাতে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়৷  বাস দুর্ঘটনায় ইতিমধ্যেই  ১১ জনের মৃ্ত্যু হয়েছে  আহতের সংখ্যা ২০৷
ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু- Photo- ANI
ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু- Photo- ANI
advertisement

জানা যাচ্ছে রায়গাড়া থেকে ভুবনেশ্বরগামী বিয়ের পার্টির বাসটি যাচ্ছিল৷  দিগপাহান্ডির খেমুন্ডি কলেজের কাছে একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের চিকিৎসার জন্য বেরহামপুর এমকেসিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই গঞ্জাম জেলার জেলা ম্যাজিস্ট্রেট দিব্যা পারিদাকে উদ্ধৃত করে জানিয়েছে  সড়ক দুর্ঘটনায় ১০ জন মারা গেছেন, এবং 8 জন আহত হয়েছে। তিনি বলেন, ‘দুটি বাসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে এমকেসিজি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। আমরা আহতদের সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’

advertisement

আরও পড়ুন –  World Cup 2023 বিশ্বকাপের ক্রীড়াসূচি সামনে, ভারতের প্রথম প্রতিপক্ষ কারা

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

এদিকে, মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) জানিয়েছে যে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গঞ্জাম জেলায় বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন৷ পাশাপাশি মৃতদের জন্য তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: ওড়িশায় ফের মৃত্যুর কালো ছায়া, মারাত্মক পথ দুর্ঘটনা, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ক্ষতিপূরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল