ঘটনাটি পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ৯৩ কিমি মাইলস্টোনে সকাল ১০:৩০ টার দিকে ঘটে। ওই সময় বাসটি আজমগড় থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: দুই বছর ধরে পেটে নরকের যন্ত্রণা, সিটি স্ক্যানে ধরা পড়ল কারণ, অবাক ডাক্তাররা!
পুলিশ জানিয়েছে, “বাসটি বালদিরাই থানার অধীন বিহি গ্রামের কাছে পৌঁছালে ওই যাত্রী পানের পিক ফেলার জন্য চলন্ত বাসের দরজা খোলেন। ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।”
advertisement
“ঘটনার পরপরই বাসটি থামানো হয় এবং উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (UPEIDA) এবং পুলিশকে জানানো হয়,” এক কর্মকর্তা জানান।
আরও পড়ুন: মা বাড়ি ছাড়লেই জেগে উঠত বাড়ির দানব, সৎ মেয়ের উপর অকথ্য অত্যাচার বাবার!
বালদিরাই থানার স্টেশন হাউস অফিসার (SHO) ধীরাজ কুমার বলেন, “UPEIDA কর্মীরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। তবে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, “মৃত ব্যক্তির পরিচয় রাম জীভন হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি লখনউয়ের চিনহাট এলাকার বাসিন্দা। তার স্ত্রী সাবিত্রীও ওই বাসে তার সঙ্গে ভ্রমণ করছিলেন।”
ধীরাজ কুমার আরও বলেন, বাসটি তদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।