DCP ট্রাফিক (পশ্চিম) নীতা দেশাই জানিয়েছেন যে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি বিকাশ শুক্লা SUV-এর যাত্রী আসনে ছিলেন। গাড়ির চালক প্রকাশকুমার শম্ভুনাথ সিংহ (৩৭), যিনি চন্দখেড়ার শরণ রেসিডেন্সির বাসিন্দা, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: বউ-এর গায়ে কোথা থেকে এল জল? তুচ্ছ ঘটনায় ভাইকে শেষ করে দিল দাদা…
ঘটনার পর, আহমদাবাদ ফায়ার ও ইমার্জেন্সি সার্ভিস (AFES)-এর একটি উদ্ধারকারী দল বিশেষ যন্ত্রের সাহায্যে SUV-এর ভেতর থেকে দু’জনকে বের করে আনে। DCP ট্রাফিক (পূর্ব) সাফিন হাসান জানিয়েছেন, SUV-টি অতিরিক্ত গতিতে চলছিল এবং এর ভেতর থেকে একটি ভাঙা মদের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার সময় গাড়ির চালক ও যাত্রী নেশাগ্রস্ত ছিলেন কি না, তা তদন্ত করছে।
advertisement
ঘটনাটি ঘটে সকাল ৭.৩০ মিনিটে, যখন সারথি বাংলো থেকে বসনা যাওয়ার পথে AMTS বাসটি চন্দখেড়া বাসস্টপে যাত্রী তুলছিল। তখনই মহিন্দ্রা SUV-টি বাসের পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অন্য গাড়িগুলি পাশ দিয়ে বেরিয়ে গেলেও SUV-টি সোজা এসে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে SUV-এর সম্পূর্ণ বাম দিক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার ফলে কয়েকজন যাত্রী পড়ে যান, তবে বাসের কোনো যাত্রী গুরুতর আহত হননি। পুলিশ ইতিমধ্যেই AMTS বাসচালক প্রণবসিংহ দাশরথসিংহ চাভদার অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।