মৃতদের মধ্যে জ্যোতিষ ঠাকুর, অখিলেশ কুমার, মনীষা কুমারী, শালু কুমারী, পিঙ্কি দেবী এবং এক ৩ বছরের শিশুও রয়েছে। জানা যাচ্ছে, অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে।
আরও পড়ুন: বাড়িতে হঠাৎ ভয়ঙ্কর আগুন, দুই সন্তান-সহ ঝলসে মৃত্যু স্বামী ও স্ত্রী-এর!
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বাকিরা যারা হাসপাতালে ভর্তি, তাদের অবস্থাও বিশেষ ভাল নয় বলে জানা গিয়েছে। ঘটনার পর বেশ কিছুটা সময় কেটে গেলেও তার রেশ এখনও রয়ে গিয়েছে। সাধারণ মানুষ বেশ আতঙ্কিত।
advertisement
ঘটনাটি ঠিক কী ঘটেছিল? মৃতদের পরিবারের অভিযোগের আঙুল গাড়ির চালকের দিকেই। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত সোনু কুমার মাদকাসক্ত অবস্থায় ছিল এবং সন্ধ্যায় তার গ্রামের লোকজনের সঙ্গে বিবাদ হয়। বিষয়টি সমাধানের জন্য সে ওয়ার্ড মেম্বারের কাছে গিয়েছিল। মেম্বার তাকে বুঝিয়ে ফেরত পাঠান। কিন্তু তাতেও সে শান্ত হয়নি। রাতে, প্রায় ১১টা নাগাদ, মদ্যপ অবস্থায় সে পিকআপ ভ্যান বের করে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ১১ জনকে চাপা দিয়ে দেয়।
আরও পড়ুন: পাকিস্তান থেকে ভারতে আসা চার সন্তানের মা সীমা হায়দারকে মনে আছে? ফের গর্ভবতী তিনি! দেখুন ভাইরাল ভিডিও
এই ঘটনার শিকারদের মধ্যে দুজন মহিলা এবং এক শিশু রয়েছে। খবর পেয়ে ধামদাহা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ও মৃতদের জিএমসিএইচ-এ পাঠানো হয়। অভিযুক্ত সোনু বর্তমানে পলাতক। এই ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং মৃতদের পরিবার শোকে স্তব্ধ।