TRENDING:

Road Accident: মদ খেয়ে বাবার মার্সিডিজে মহিলাকে চাপা ছেলের, ধাক্কা বাইকেও!

Last Updated:

Road Accident: ২০ বছরের এক ছাত্র একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি জোড়ে চালাচ্ছিলেন৷ ছেলেটি মদ্যপ অবস্থায় ছিলেন, এবং বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকায় একটি ৩০ বছর বয়সী মহিলাকে চাপা দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মদ খেয়ে বাবার মার্সিডিজে মহিলাকে চাপা ছেলের, ধাক্কা বাইকেও!
মদ খেয়ে বাবার মার্সিডিজে মহিলাকে চাপা ছেলের, ধাক্কা বাইকেও!
advertisement

জানা গিয়েছে, ২০ বছরের এক ছাত্র একটি বিলাসবহুল মার্সিডিজ  গাড়ি জোড়ে চালাচ্ছিলেন৷  ছেলেটি মদ্যপ অবস্থায় ছিলেন, এবং বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকায় একটি ৩০ বছর বয়সী মহিলাকে চাপা দেন মার্সিডিজে৷ পুলিশ মঙ্গলবার জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, অভিযুক্ত এবং তার বন্ধুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: মালার ব্যবসা নিয়ে প্রবল ঝামেলা, ভাই ফোঁটায় শালির বরকে গুলি করে খুন ব্যক্তির!

advertisement

ঘটনাটি ঘটে শনিবার, সন্ধ্যা ৬:৪৫টার দিকে কেঙ্গেরি ট্রাফিক ট্রানজিট ম্যানেজমেন্ট সেন্টারের কাছে। নিহত মহিলার নাম সান্ধ্যা৷ তিনি বাসাবেশ্বর নগরের বাসিন্দা।

পুলিশ অভিযুক্ত চালক ধনুষকে আটক করে এবং তাকে ইতমধ্যেই গ্রেফতার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ধনুষ একটি প্রাইভেট বাস সংস্থার মালিক পরমেশ্বরের ছেলে।

আরও পড়ুন: প্রেম মানেনি কেউ, প্রেমিককে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন!

advertisement

পুলিশ জানিয়েছে, মহিলাকে ধাক্কা মারার পর, অভিযুক্ত ধনুষ এক বাইক আরোহি সায়েদ আরবাজ (২৩)-কেও ধাক্কা মারে৷ বাইক আরোহিও গুরুতর আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

অভিযুক্তের বাবা, পরমেশ্বর সম্প্রতি একটি মের্সিডিজ বেনজ কিনেছিলেন। শনিবার সন্ধ্যায়, ধনুষ তার এক বন্ধুকে নিয়ে যশওয়ান্থপুরের একটি মলে যায়, যেখানে তারা মদ্যপান করে এবং পরে নতুন বিলাসবহুল গাড়িটি নিয়ে মাইসুরু রোডে দীর্ঘ সময়ের জন্য ড্রাইভে বের হওয়ার সিদ্ধান্ত নেয়।

advertisement

ধনুষ, গাড়ি চালানোর সময় কেঙ্গেরি স্টেশনের কাছাকাছি এসে  স্পিড ব্রেকার খেয়াল করেননি৷ ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মারে। তারপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পরবর্তী সিগন্যালেই অবশ্য তাকে আটক করা হয়৷ তারা ধনুষ ও তার বন্ধুকে গাড়ি থেকে টেনে বের করে প্রচণ্ড মারধর করে সাধারণ মানুষ এবং তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: মদ খেয়ে বাবার মার্সিডিজে মহিলাকে চাপা ছেলের, ধাক্কা বাইকেও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল