TRENDING:

Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! সাংঘাতিক সংঘর্ষ বাস-গাড়ির, ৫ জনের মৃত্যু, মুছে গেল গোটা পরিবার

Last Updated:

Road Accident: ইনদওরের একটি পরিবার রাজস্থানে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তারা করৌলি দর্শনে যাচ্ছিল। জানা যায়, করৌলি এবং গঙ্গাপুরের মাঝামাঝি স্থানে পৌঁছানোর পরই তাদের গাড়ি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়।

advertisement
ইন্দোর: রাজস্থানের করৌলিতে ২৪ ডিসেম্বর রাতে একটি গাড়ি ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা ৫ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি করৌলি-গঙ্গাপুর সড়কে সলেমপুর গ্রামের কাছে ঘটে। দুর্ঘটনার পরই চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভয়ংকর দুর্ঘটনা! সাংঘাতিক সংঘর্ষ বাস-গাড়ির, ৫ জনের মৃত্যু, মুছে গেল গোটা পরিবার
ভয়ংকর দুর্ঘটনা! সাংঘাতিক সংঘর্ষ বাস-গাড়ির, ৫ জনের মৃত্যু, মুছে গেল গোটা পরিবার
advertisement

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এটি সরানোর জন্য জেসিবি ব্যবহার করতে হয়। অন্যদিকে, বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন: অসুস্থ স্ত্রী-এর জন্য আগেই চাকরি থেকে অবসর! ব্যক্তির বিদায় অনুষ্ঠানেই মৃত্যু স্ত্রী-এর, দেখুন ভিডিও…

advertisement

ইন্দোরের দেশমুখ পরিবার গাড়িতে করে রাজস্থানের করৌলি দর্শনে যাচ্ছিল। তাদের গাড়ি করৌলি ও গঙ্গাপুরের মাঝামাঝি পৌঁছানোর পর সামনাসামনি একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কুড়গাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি সরানোর জন্য জেসিবি ডাকে। ঘটনাস্থলে তদন্তের পর মৃতদেহগুলি করৌলি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। করৌলি জেলা কালেক্টর নীলাভ সক্সেনা এবং পুলিশ সুপার ব্রিজেশ জ্যোতি উপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। তবে এখনও পরিষ্কার নয় যে এই দুর্ঘটনা কার ভুলে হয়েছে।

advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! নির্মীয়মান সেতু থেকে উড়ে এসে খালে পড়ল বাইক, নিহত ২

জানা গিয়েছে, নিহতদের মধ্যে ইন্দোরের শিবশক্তি নগরের বাসিন্দা নয়ন দেশমুখ, মনস্বী দেশমুখ, খুশবু দেশমুখ, অনিতা দেশমুখ এবং প্রীতি ভাট্ট রয়েছেন। পরিবারের সদস্যদের খবর জানানো হয়েছে। করৌলিতে পৌঁছানোর পর মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চুলের পিন, সেফটি পিন, জলের বোতল, ভ্যানিটি ব্যাগ...! ৬০ হাজার মেয়ের 'ঢাল' বীরভূমের কনস্টেবল
আরও দেখুন

এই দুর্ঘটনার পর ইন্দোরের শিবশক্তি নগরে শোকের ছায়া নেমে এসেছে। একটি পরিবারের এতজন সদস্যের মৃত্যুতে বাড়িতে কান্নার রোল উঠেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! সাংঘাতিক সংঘর্ষ বাস-গাড়ির, ৫ জনের মৃত্যু, মুছে গেল গোটা পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল