দুর্ঘটনাটি মঙ্গলবার মনাকালমুর তালুকের বোম্মাক্কানাহাল্লি মসজিদের কাছে জাতীয় সড়ক ১৫০-তে ঘটেছে। পুলিশ জানিয়েছে, পরিবারটি বেঙ্গালুরু থেকে ইয়াদগিরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড, ১৮ মাসের শিশুকন্যার উপর অমানবিক অত্যাচার দিদার! তারপর যা হল…
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটি দ্রুতগতিতে চলছিল এবং হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটানা ১৫ বার উল্টে যায়। পরে গাড়িটি আবার চাকার ওপর এসে স্থির হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দুর্ঘটনার ভয়াবহতা ফুটিয়ে তুলেছে।
advertisement
আরও পড়ুন: সৌরভের পর এবার ‘শেষ’ মুসকানও! ২৭ দিন পর মাটি খুঁড়ে উদ্ধার কঙ্কাল, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি…
নিহতরা হলেন ৩৫ বছর বয়সী মৌলা আব্দুল, যিনি গাড়ি চালাচ্ছিলেন, এবং তার দুই ছেলে, ১৫ বছর বয়সী রেহমান ও ১০ বছর বয়সী সামীর। আহতরা হলেন আব্দুলের স্ত্রী ৩১ বছর বয়সী সলিমা বেগম, তার ৭৫ বছর বয়সী মা ফাতিমা এবং তার আরেক ছেলে হুসেন। তারা বর্তমানে বাল্লারী মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন।
পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে, তবে অতিরিক্ত গতি এবং ড্রাইভারের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাইওয়েতে দ্রুতগতিতে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।