নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে মঙ্গলবার গভীর রাত হয়ে যেতে পারে৷ আপাতত নির্বাচন কমিশনের এই ঘোষণাই আরজেডি শিবিরের ভরসার কারণ৷ মনোজ ঝা-র দাবি, করোনা বিধি মেনে ভোট গণনা হওয়ায় ফল জানতে দেরি হচ্ছে৷ বাস্তবে তাঁরাও ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছেন বলে দাবি করেছেন আরজেডি সাংসদ৷
এ দিন ভোট গণনা শুরু হওয়ার পর প্রথমে এনডিএ-কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল মহাজোট৷ এর পর দ্রুত এগোতে থাকে এনডিএ৷ মহাজোটকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে তারা৷ মনোজ ঝা অবশ্য বলেছেন, 'শুধু আমরাই নই, গোটা বিহার আত্মবিশ্বাসী যে মহাজোটই ক্ষমতায় আসছে৷'
advertisement
নির্বাচন কমিশনের তরফে জানা হয়েছে, বেলা একটা পর্যন্ত ২৫ শতাংশ মতো ভোট গণনা হয়েছে৷ ফলে ভোট গণনা যত এগোবে, ফের ফলাফল নিজেদের অমুকূলে আসবে বলেই এখনও আশাবাদী আরজেডি নেতারা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2020 3:09 PM IST