রাইজিং ভারত সামিটের গোটা টিম নিয়েই হাজির হয়েছিলেন শঙ্কর মহাদেবন। অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন। এমনকী পর্দার নেপথ্যে টিমের সঙ্গে জ্যামিং করতেও দেখা যায় গায়ককে। এই বছরই ‘শক্তি’-র জন্য গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন। প্রথম স্টুডিও অ্যালবাম ‘দিস মোমেন্ট’-এর জন্য পেয়েছেন বেস্ট গ্লোবাল অ্যালবাম অ্যাওয়ার্ড। মুম্বই বিমানবন্দরে তাঁকে সাদর অভ্যর্থনা জানান অনুগামী।
advertisement
ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের জড়িয়ে ধরেছেন শঙ্কর মহাদেবন। মুখে বিজয়ীর হাসি। হাসিমুখেই ফটোগ্রাফারদের পোজও দেন। তাঁর পরনে ছিল লাল রঙের সোয়েটশার্ট। তাতে লেখা ‘শক্তি’। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিক এবং ফটোগ্রাফারদের চকোলেট বিলি করেন গায়ক। চিৎকার করে বলেন, ‘এটা আপনাদের সবার জন্য’। সেই সব মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজের আনন্দ উত্তেজনা লুকোননি গায়ক। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, ‘সবার জন্য এটা বিশেষ মুহূর্ত’। তারপর কিছুটা আবেগরুদ্ধ হয়ে পড়েন। বলে ওঠেন, ‘আমি আর কী বলব! এই পুরস্কার আমার এবং আমার সমস্ত ব্র্যান্ড সদস্যদের জন্য স্পেশাল। ২৫ বছর সঙ্গীত জগতে কাজ করার পর, অবশেষে গ্র্যামি জিতলাম। এটা আমার কাছে স্বপ্নপূরণ হয়েছে বলা যায়।
প্রসঙ্গত, ১৯ এবং ২০ মার্চ, দুদিন ধরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ‘রাইজিং ভারত’ সামিট, সিএনএন-নিউজ ১৮-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ। অর্ন্তদৃষ্টিমূলক বিশ্লেষণ, চিন্তা চেতনায় জোয়ার আনার মতো সক্ষম প্যানেল এবং দূরদৃষ্টিমূলক বক্তব্যের মাধ্যমে ‘রাইজিং ভারত’-এর লক্ষ্য হল, সারা বিশ্বে ভারতের প্রভাবের বহুমুখী মাত্রা এবং তার মন্ত্র ‘লিডিং ফর গ্লোবাল গুড’-এর মধ্য দিয়ে সকলের জন্য ন্যায়সঙ্গত এবং সুন্দর ভবিষ্যতের সন্ধান করা। অনুষ্ঠানের মূল বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।