বছরের পর বছর ধরে গ্লোবাল রিচ এবং প্রভাবের সাহায্যে শক্তিশালী ক্ষমতায় রূপান্তরিত হয়েছে ভারত। প্রযুক্তিগত উদ্ভাবন থেকে শুরু করে অর্থনেতিক নমনীয়তা ভারতের অবদান আন্তর্জাতিক ক্ষেত্রের উপর একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছে। আর এই রূপান্তরের পুরোভাগে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাইজিং ভারত সামিটে তিনি মূল বক্তব্য রাখতে চলেছেন।
advertisement
রাজনীতির ক্ষেত্রে থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মহিলা এবং শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর, জি২০ শেরপা অমিতাভ কান্ত, বিজেপি নেতা কে. আন্নামালাই।
আন্তর্জাতিক স্তরের বক্তরাও এই শীর্ষ সম্মেলনে নিজেদের বক্তব্য রাখবেন। এঁদের মধ্যে অন্যতম হলেন মরিশাসের প্রাক্তন প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম, নরওয়ের প্রাক্তন পরিবেশ মন্ত্রী ও ইউএনইপি-র প্রাক্তন একজিকিউটিভ ডিরেক্টর এরিক সোলহাইম, ভিসা আইএনসি-র সিইও রায়ান ম্যাকানার্নি, গ্রিনল্যান্ডের প্রাক্তন প্রিমিয়ার অ্যালেকা হ্যামন্ড, মার্কিন সোশিওলজিস্ট ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সালভাতোর ব্যাবোনস, আমেরিকার প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং আমেরিকার পলিটিক্যাল বিজ্ঞানী জন মিয়ারশাইমার।
ভারতের বক্তাদের মধ্যে উপস্থিত থাকতে চলেছেন সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বাচ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ লেখক-কূটনীতিবিদ পবন ভার্মা, নাইকা-র ফাল্গুনী নায়ার, ম্যাকক্যান ওয়ার্ল্ড গ্রুপ প্রসূন জোশি, ড্রিম স্পোর্টসের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা হর্ষ জৈন, গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের এমডি জয়েন মেহতা এবং অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি আশিস ধাওয়ান।
আরও পড়ুন – BJP Candidate List: প্রার্থী জট! বাংলার ২৩ কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা? মোদির উপস্থিতিতে চূড়ান্ত হবে আজ
আরও পড়ুন – Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের আগে ৩০ নির্বাচনী কমিটি তৈরি করল তৃণমূল, নজরে ভোট প্রক্রিয়া
আবার কর্পোরেট ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবেন জেফারিজ-এর ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি হেড আশিস আগরওয়াল, টেম্পলটন গ্লোবাল ইনভেস্টমেন্টসের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ও টেম্পলটন অ্যাসেট ম্যানেজমেন্টের কো-সিইও মনরাজ সেখোঁ, ভারতে অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের হেড ও ম্যানেজিং পার্টনার শ্বেতা জালান, কনভার্জেন্ট ফিনান্স এলএলপি-র ম্যানেজিং পার্টনার হর্ষা রাঘবন, ওয়ো রুমসের সিইও রীতেশ আগরওয়াল এবং ডেইলিহান্ট-এর প্রতিষ্ঠাতা বীরেন্দ্র গুপ্তা।
এর পাশাপাশি এই শীর্ষ সম্মেলনে হাজির থাকতে চলেছেন বিখ্যাত ক্রিকেটার, সেলিব্রিটি থেকে শুরু করে বিশ্ববরেণ্য পারফর্মাররা। তাঁদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি, প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া, প্যারা-ক্রিকেটার আমির লোন, ডান্স গ্রুপ ভি আনবিটেবল, ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র, গ্র্যামি বিজয়ী গায়ক ও সঙ্গীতকার শঙ্কর মহাদেবন, পারকাশনিস্ট ভি. সেলভাগণেশ, ভায়োলিনবাদক গণেশ রাজাগোপালন এবং বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
এছাড়াও যাঁরা যাঁরা বক্তব্য রাখবেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন বিকশিত ভারত প্রোগ্রামের সুবিধাভোগী মধু উৎপাদক নাজিম নাজির দার, জেএনইউএসইউ-এর প্রাক্তন ভিপি শেহলা রশিদ শোরা, সাংবাদিক ফ্রাঁসোয়া গৌটিয়ে এবং আইনজীবী জে সাই দীপক।
অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা, চিন্তা-উদ্দীপক প্যানেল এবং দূরদর্শী মূল বক্তব্যের মাধ্যমে রাইজিং ভারত-এর লক্ষ্য হল, ভারতের উপর বিশ্বব্যাপী প্রভাবের বহুমুখী মাত্রার অনুসন্ধান করা। সেই সঙ্গে মূলমন্ত্র লিডিং ফর গ্লোবাল গুড-এর মাধ্যমে সকলের জন্য আরও ন্যায়সঙ্গত এবং সুন্দর ভবিষ্যৎ গঠন গড়ে তোলার ক্ষেত্রে যে এর ভূমিকা, সেটা পর্যালোচনা করাটাও রাইজিং ভারতের অন্যতম উদ্দেশ্য।