এ দিন অতিথিদের দীর্ঘ একটি তালিকা রয়েছে৷ সেখানে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি, কেন্দ্রীয় বিদ্যুৎ ও তথ্য ও প্রযুক্তি এবং রেল যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অযোধ্যা রাম মন্দিরের রামমূর্তি নির্মাতা আশিস সম্পুরা থাকছেন, থাকছেন আরও অনেকে৷ থাকবেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ দফতর ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের স্মৃতি ইরানি৷ এ ছাড়াও বিনোদন জগত থেকে থাকবেন শঙ্কর মহাদেবন, রাকেশ চৌরাশিয়া-সহ অনেকেই৷
advertisement
তবে সব শেষে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ৷ সেখানে একাধিকক্রমে অনেক রাজনৈতিক প্রশ্নের পাশাপাশি হয়ত উঠে আসবে নাগরিকত্ব প্রসঙ্গও৷ অর্থাৎ, সিএএ-এর প্রয়োগ কৌশল কী হবে? যদি সিএএ কার্যকর হয়, তা হলে কাদের নাগরিকত্ব থাকবে, আদৌ কী কারওর নাগরিকত্ব চলে যাবে? সব প্রশ্নই এখন ঘুরছে দেশের সাধারণ মানুষের মনে৷ এদিনের সন্ধ্যায় সেই সমস্ত প্রশ্ন উঠে আসতে পারে৷
এ বারে রাইজিং ভারত অনুষ্ঠানের মঞ্চে উদযাপন করা হবে ভারতের এতদিনের পরিবর্ততিয় যাত্রাপথকে৷ আগামী দিনে কী ভাবে এই দেশ পৃথিবীর বিভিন্ন অংশে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেবে, সেই বিষয়টিও এই কনক্লেভে৷