TRENDING:

‘পেট্রোল ডিজেলের দামবৃদ্ধি তো ভাল খবর’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্কের ঝড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের দাম লাগামহীন ৷ পেট্রোল পাম্পের ইলেকট্রিক বোর্ডগুলিতে জ্বলজ্বল করছে; ডিজেলের দাম কলকাতায় প্রতি লিটারে ৭৪.১৯ টাকা ৷ অন্যদিকে, লিটারে ১৬ পয়সা দাম বেড়েছে পেট্রোলের ৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোল ৮২.২২ টাকা ৷ কলকাতার পাশাপাশি অন্য মেট্রো সিটি গুলোতেও জ্বালানির দাম আকাশছোঁয়া ৷ আজ নিয়ে ক্রমাগত সাত আটদিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম ৷ এবার জ্বালানির ক্রমবর্ধমান দাম নিয়েই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা নলীন কোহলি ৷
advertisement

কোহলি বলেন, গত বেশ কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বেড়ে চলেছে ৷ দামবৃদ্ধিতে লাভবান হয় কেন্দ্র ও রাজ্য ৷ এতে জিএসটি আদায়ও বাড়ে ৷ আর এতে কেন্দ্রের পাশাপাশি লাভবান হয় রাজ্যও ৷

মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ছুঁয়েছে ৮৬.৭২ টাকা ৷ ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৭৪ টাকা ৷ দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৯.৩১ টাকা এবং ডিজেলের দাম ৭১.৩৪ টাকা ৷ চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮২.৪১ টাকা ৷ গত কয়েকদিন ধরেই উর্দ্ধমুখী পেট্রোল ডিজেলের দাম ৷ মঙ্গলবার সেই দর সমস্ত রেকর্ডকে টপকে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷

advertisement

গত পাঁচ মাসে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ৪.৬৬ টাকা এবং ডিজেলের দাম ৬.৩৫ টাকা বেড়েছে ৷ লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তদের ৷ এই মধ্যেই এবার বিতর্কিত মন্তব্য করে জনরোষের মুখে পড়লেন নলীন কোহলি ৷

advertisement

তবে, এই মন্তব্য করে বিতর্কের মুখে পড়তেই সাফাই দিলেন কোহলি ৷ নিজের মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে তিনি দাবি করলেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে ৷ পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি ভাল, একথা বলিনি ৷ পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতাভুক্ত করা নিয়ে আলোচনা এগোতে পারে, এমনই বলেছি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘পেট্রোল ডিজেলের দামবৃদ্ধি তো ভাল খবর’, বিজেপি নেতার মন্তব্যে বিতর্কের ঝড়