এরকমটা যে ঘটবে তিনি হয়তো আন্দাজ করতে পারেননি। কিন্তু এবারের আইপিএল বদলে দিয়েছে রিঙ্কুর চার পাশটা। সাধারণ পাঁচজন ক্রিকেটার থেকে হঠাৎ করেই পেয়ে গিয়েছেন তারকা তকমা। গরিব ঘরের ছেলে অবশ্য তাতে ভেসে যেতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে রিঙ্কু জুনিয়র ক্রিকেটারদের বারণ করছেন তার পায়ে হাত দিয়ে নমস্কার করতে।
advertisement
আরও পড়ুন – মোহনবাগানের হাত ধরে ভারতে আসছে বার্সেলোনা? ঘোষণা হতে পারে দ্রুত
এটা দেখে প্রচুর মানুষ রিঙ্কুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সাফল্য পেলেও এই ছেলের মাথা ঘুরে যায়নি এটা তার প্রমান। রিঙ্কু কেকেআর জার্সিতে এবারের আইপিএলে কলকাতার সর্বোচ্চ স্কোরার। ৪৭৪ রান করেছেন। চারটে হাফ সেঞ্চুরি আছে। একজন ফিনিশার হয়ে উঠেছেন। ভারত বনাম আফগানিস্তান আসন্ন ক্রিকেট সিরিজে তাকে দলে নেওয়া হবে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
রিঙ্কু জানেন আজ যারা তাঁর প্রশংসা করছেন, দুদিন পর পারফর্ম করতে না পারলে তারাই গালাগাল করবেন। এটাই একজন খেলোয়াড়ের জীবনের বড় চ্যালেঞ্জ। অতীত পারফরমেন্স খুব একটা গুরুত্ব রাখে না। মাঠে নামলে প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়। বাস্তবটা শিখে গিয়েছেন রিঙ্কু। অনেক লড়াই করে বড় হয়েছেন বলে জানেন কিভাবে নিজেকে ধরে রাখতে হবে।
তাই এই সুখের দিনে ভেসে যেতে নারাজ। নিজের একাডেমিতে ঘন্টা দেড়েক অনুশীলন করার পর জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং ছবি তোলেন। তাদের মোটিভেট করেন পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য। বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী – বড় বড় তারকরা এবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রিঙ্কুকে।
তিনি সব শুনেছেন, আনন্দ পেয়েছেন এবং গর্বিত বোধ করেছেন। কিন্তু সামনে অনেক বেশি দায়িত্ব এবং কঠিন লড়াই বিলক্ষণ জানেন রিঙ্কু। তাই ভারতীয় দলে ডাক পাওয়ার আগে সময় নষ্ট না করে নিজেকে অনুশীলনে ডুবিয়ে রাখতে চান উত্তর প্রদেশের ক্রিকেটার।