TRENDING:

তিরুপতি: রয়েছে ৮ টন সোনা ও ১৪,০০০ কোটি টাকার FD, তাও বেতন দিতে পারছে না কর্মীদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুপতি: দেশের সবচেয়ে বড় ধনী মন্দির ট্রাস্ট ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) জানিয়েছে লকডাউনের জেরে তাদের ৪০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ৷ তিরুমালের শ্রী ভেঙ্কটশ্বর মন্দিরের এই ট্রাস্ট জানিয়েছে প্রতিদিনের খরচ ও কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তাদের কাছে ক্যাশ নেই ৷ আধিকারিকরা জানিয়েছেন  লকডাউনের সময় ট্রাস্ট প্রায় ৩০০ কোটি টাকা বেতন, পেনশন ও অন্যান্য প্রতিদিনের নিয়মে খরচ করেছে ৷
advertisement

ট্রান্সের তরফে জানানো হয়েছে, সঙ্কটের এই সময়ে যা ক্যাশ ছিল তা থেকেই খরচ করা হয়েছে ৷ ট্রাস্টের কাছে প্রায় ৮ টন সোনা ও ১৪০০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে৷ লকডাউনের জেরে প্রায় টানা ৫০ দিন বন্ধ রেয়েছে মন্দির এবং এখনও পর্যন্ত ঠিক নেই কবে মন্দির সাধারণ মানুষের জন্য খোলা হবে ৷

advertisement

ট্রাস্টের চেয়ারম্যান জানিয়েছেন, ‘টিটিডি তাদের কর্মীদের বেতন ও পেনশন দিতে বাধ্য ৷ লকডাউনে মন্দিরের আয় না হলেও প্রতিদিনের অন্য জিনিসে টাকা খরচ করা হয়েছে ৷ টিটিডি বিভিন্ন কাজে বছরে প্রায় ২৫০০ কোটি টাকা খরচ করে থাকে ৷ ’ প্রতিমাসে মন্দিরের প্রায় ২০০ থেকে ২২০ কোটি আয় হয় কিন্তু লকডাউনের জেরে কোনও গত কয়েকদিনে কোনও আয় হয়নি মন্দিরের ৷

advertisement

মন্দিরে প্রায় প্রতিদিন ৮০০০০ থেকে ১ লক্ষ মানুষ পুজো দিতে আসেন ৷ উৎসবের সময় এই সংখ্যা আরও বেড়ে যায় ৷ ২০২০-২১ আর্থিক বছরের জন্য ৩৩০৯.৮৯ কোটি টাকা বার্ষিক বাজেট নির্ধারিত করা হয়েছে ৷ কিন্তু লকডাউনের জেরে এখনও পর্যন্ত ১৫০ থেকে ১৭০ কোটি কম কালেকশন হয়েছে ৷ ট্রাস্টের রেভিনিউ ঠাকুর দর্শনের টিকিট, প্রসাদ, থাকার ব্যবস্থা ও দান থেকে আসে, যা এখন পুরোপুরি বন্ধ রয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

চলতি আর্থিক বছরে কর্মচারীদের বেতনের উপর প্রায় ১৩৮৫.০৯ কোটি টাকা খরচ করার জন্য বরাদ্দ করা হয় ৷ এই মাসে কর্মীদের বেতন দেওয়ার জন্য প্রায় ১২০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ৷ এছাড়া ট্রাস্টের তরফে SYVIMS ও BIRRD কে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
তিরুপতি: রয়েছে ৮ টন সোনা ও ১৪,০০০ কোটি টাকার FD, তাও বেতন দিতে পারছে না কর্মীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল