কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে উদ্ধার করা হয়েছে গণ্ডার ছানাটিকে। তাকে নিয়ে রাখা হয়েছে একটি রেসকিউ সেন্টারে। বোতলে করে দুধ দেওয়া হলে তা খেতে শুরু করে ওই ছানাটি। এই গণ্ডারের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। তাঁরা এই ভিডিও শেয়ার করে লিখেছেন, "আমরা আপনাদের সঙ্গে একটি ভাল খবর ভাগ করে নিতে চাই। ১৪ জুলাই কাজিরাঙা থেকে একটি গণ্ডারের বাচ্চাকে উদ্ধার করা হয়। সে এখন ভাল আছে। দুধ খাওয়াও শুরু করেছে।"
advertisement
এই খবর জানার পর ট্যুইটারে সকলেই ওই গণ্ডার শিশুর সুস্থতা কামনা করেছেন। অনেকেই বলেছেন, এর থেকে ভাল খবর আর কিছু হতে পারে না। প্রতি বছরই বর্ষাকালে বা এই সময়টায় অসমে বন্যা হতে দেখা যায়। তবে এই ভাবে পুরো কাজিরাঙা ভেসে যেতে এর আগে খুব বেশি দেখা যায়নি। সারা দেশের মানুষ এই বন্যা পরিস্থিতি থেকে অসমের মুক্তি কামনা করছে। অসমে এক দিকে করোনা, অন্যদিকে বন্যা। সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা।