ফোরামের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা ১২-১টা দেশ জুড়ে একঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। মানববন্ধন করে, কালো ব্যাচ পরে ডিউটি করে প্রতিবাদ জানানো হবে। একইসঙ্গে তাঁদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে আরজি করে জুনিয়র ডাক্তারদের দাবি পুরণ করে, দোষীদের শাস্তি না দেওয়া হলে দেশজুড়ে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
advertisement
এদিকে আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তারদের সংগঠন। সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং-কে নিযুক্ত করা হয়েছে বলে খবর। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলার। তার আগেই বিরাট পদক্ষেপ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।
উল্লেখ্য আইনজীবী ইন্দিরা জয় সিং-এর করা মামলাতেই দেশজুড়ে আদালতের প্রসেডিং লাইভ স্ট্রিমিং শুরু হয়। এবার তিনিই সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন।