TRENDING:

৩০ বছর দেশের সেবা করেও নাগরিক হতে ব্যর্থ প্রাক্তন সেনা আধিকারিক

Last Updated:

৩০ বছর দেশের সেবা করেও নাগরিক হতে ব্যর্থ প্রাক্তন সেনা আধিকারিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: গতকালই প্রকাশ করা হয়েছে অসমের নাগরিকপঞ্জি । নাগরিকের তকমা পেতে ব্যর্থ হয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ । নাগরিক তালিকা নিয়ে বাড়ছে হতাশা,ক্ষোভ ও উদ্বেগ । আজমল হকও তাঁদের মধ্যে একজন । দেশের সেবা করেছেন প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে । অথচ দেশেরই নাগরিক হতে ব্যর্থ হলেন তিনি ও তাঁর পরিবার ।
advertisement

গুয়াহাটি থেকে ৫০ কি.মি. দূরে অবস্থিত অসমের ছাঁয়াগাও-এর বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা-আধিকারিক আজমল হক। ২০১৬ সালে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে অবসর নেন তিনি । সবরকম নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও নাগরিক তালিকায় স্থান হয়নি তাঁর ও তাঁর দুই সন্তানের।

প্রসঙ্গত ২০১৭ সালেও অসমের বিদেশি ট্রাইবুনাল তাঁকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছিল । নাগরিকত্বের প্রমাণ চাওয়াও হয় তাঁর কাছে । যদিও তুমুল বিতর্কের পর অসম পুলিশ জানিয়েছিল এটি 'অনিচ্ছাকৃত ভুল' ও এই তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করা হয় ।

advertisement

আরও পড়ুন: দেশের বাসিন্দা হয়েও রাতারাতি রিফিউজি ৪০ লক্ষ মানুষ’, NRC বিতর্কে কেন্দ্রকে তোপ মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন সেনা অফিসার । দেশের জন্য ৩০ বছর ধরে কাজ করে বিনিময়ে এই অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না, আক্ষেপ করেছেন তিনি ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৩০ বছর দেশের সেবা করেও নাগরিক হতে ব্যর্থ প্রাক্তন সেনা আধিকারিক