তিনি বলেন “শক্তি আমাদের সবার মধ্যে থাকে। এবার থেকে নীতিনির্ধারণ, সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও বেশি সংখ্যক মহিলারা থাকবেন। তাঁরা তাঁদের যাবতীয় অভিজ্ঞতার কথা বলবেন। এটি একটি যুগান্তকারী উন্নয়ন। নারীর ক্ষমতায়নের দিকে এখন পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী পদক্ষেপ।” প্রসঙ্গত, লোকসভার পরে রাজ্যসভাতে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। লোকসভা এবং বিধানসভায় মহিলা প্রতিনিধিদের ৩৩ শতাংশ সংরক্ষণের দাবি দীর্ঘদিনের।
advertisement
বেদের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। বলেন, ‘বেদে গার্গী, মৈত্রী, বিশ্বম্ভরা এবং অপালের মতো মহিলারা ছিলেন। তাঁরা কখনওই আশা ছেড়ে দেননি। একটা সময় ছিল যখন নারী-পুরুষ সমান ছিল। আমরা অতীতের সেই গৌরব পুনরুদ্ধারের পথ খুঁজে পাচ্ছি।’
প্রসঙ্গত আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনারও তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘এটা একটা লজ্জাজনক এবং নিন্দনীয় বিষয়! আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ। এর প্রায়শ্চিত্ত করতেই হবে…’