অমিত শাহের কথায়, 'আমি কখনওই বলিনি, অন্যান্য ভাষার উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হোক৷ আমি শুধু অনুরোধ করেছি, মাতৃভাষার পরে দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি শেখানো হোক৷' নিজের প্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি নিজে অ-হিন্দিভাষী রাজ্য থেকে এসেছি৷ আমার বাড়ি গুজরাতে, ওখানে গুজরাতি ভাষাতেই সবাই কথা বলেন, হিন্দিতে নয়৷ আমার বক্তব্যটা ভালো করে শুনুন ও বুঝুন ৷ এখন কেউ যদি এই নিয়ে রাজনীতি করতে চান, তা হলে তা তাঁর চয়েস৷'
advertisement
তিনি বলেন, 'একটি শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায় মাতৃভাষা৷ মাতৃভাষা মানে হিন্দি নয়৷ কিন্তু দেশের একটি অভিন্ন ভাষা থাকা উচিত৷ কেউ যদি মাতৃভাষার বাইরে অন্য ভাষা শিখতে চান, তা হিন্দিই হওয়া উচিত৷ আমি একটা বিষয় বুঝতে পারছি না, এর মধ্যে ভুলটা কোথায়? নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে কোনও ব্যক্তি এলে, আমি তাঁদের যখন জিগ্গেস করি, আপনার ভাষা কী? তাঁরা আমার চোখের দিকে তাকাতে পারেন না৷ আঞ্চলিক ভাষা শক্তিশালী হওয়া উচিত, তার সঙ্গে হিন্দিও শেথখা দরকার৷'
গত শনিবার হিন্দি দিবসে হিন্দি ভাষার উপর জোরাল সওয়াল করেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিত শাহের বক্তব্য ছিল, এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি৷ বিশ্বের কাছে নিজেদের পরিচিত করতে, এক ভাষাই থাকা উচিত৷ তাঁর দাবি, হিন্দি ভাষাই পারে ভারতকে এক সূত্রে গাঁথতে৷